Prothomalo:
2025-08-01@02:00:49 GMT
পর্তুগাল–স্পেন ফাইনাল: রোনালদো–ইয়ামাল লড়াইয়ের চেয়েও বেশি কিছু
Published: 8th, June 2025 GMT
খেলোয়াড় থেকে কোচ, কর্মকর্তা থেকে কর্মী—স্পেনের দলের যাঁর কাছে যাবেন, তিনিই নাকি এখন লুইস আরাগোনেসের সেই কথাটি মনে করিয়ে দিচ্ছেন, ‘শুধু জেতো, জেতো, তারপর আবার জেতো।’
প্রয়াত আরাগোনেসের কোচিংয়েই ২০০৮ সালে ইউরো জিতেছিল স্পেন। এরপর ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বজয়, তারপর ২০১২ সালে ইউরোর শিরোপা ধরে রাখা। ইউরো, বিশ্বকাপ, ইউরো—টানা তিন বড় ট্রফি জিতে ইতিহাসই গড়েছিল স্পেন।
২০২৬ সালে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে স্প্যানিশরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতবে কি না, তা সময়ই দেবে। তবে ফুয়েন্তের সামনে তার আগেই অন্যরকম ‘ট্রেবল’ জয়ের হাতছানি!
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সামনে অনন্য কীর্তি গড়ার হাতছানি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে