নব্বই দশকের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। দীর্ঘদিন তিনি  নিউইয়র্ক অবস্থান করছেন। তার জীবনে এখন বিষাদের ছায়া। গত ৯ জুন দুর্ঘটনায় একসঙ্গে দুই বন্ধুকে হারিয়েছেন এই অভিনেতা।

ওইদিন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এখনও বিশ্বাস হচ্ছে না, আজ সন্ধ্যায় (৯ জুন) টরন্টোর কাওয়ার্থা লেকে দুর্ঘটনায় আমি আমার দুই প্রিয় শৈশবের বন্ধু টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডুকে হারিয়েছি।’

স্মৃতিচারণ করে টনি ডায়েস লিখেছেন, ‘গত বছর টরন্টোতে আমরা তিনজনই শেষবার এক সঙ্গে ছিলাম হাসিমুখে ছিলাম। জানতাম না যে এটিই আমাদের শেষ মুহূর্ত হবে। অনেক স্মৃতি, অনেক হাসি। তোমরা সবসময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। আমার ভাইয়েরা, শান্তিতে থাক।’

২০০৮ সালের শেষের দিকে টনি ডায়েস তার স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিউইয়র্ক লং আইল্যান্ডের হিকসভিল শহরে বসবাস করছেন তিনি। তিনি পাঁচ বছর আগে দেশে এসেছিলেন। শৈশব–কৈশোরের বন্ধুদের  সঙ্গে ঘুরেছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায়। আড্ডা দেন  বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গেই।

১৯৮৯ সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে টনি ডায়েসের অভিনয়জীবন শুরু হয়। ১৯৯৪ সাল থেকে শুরু হয় টিভি নাটকের ক্যারিয়ার। ২০০৮ সাল পর্যন্ত চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন টনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দুটি—‘মেঘের কোলে রোদ’ ও ‘পৌষ মাসের পিরিত’।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান

ফারহান আহমেদ জোভান

সম্পর্কিত নিবন্ধ