জানতাম না এটিই আমাদের শেষ মুহূর্ত হবে: টনি ডায়েস
Published: 11th, June 2025 GMT
নব্বই দশকের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। দীর্ঘদিন তিনি নিউইয়র্ক অবস্থান করছেন। তার জীবনে এখন বিষাদের ছায়া। গত ৯ জুন দুর্ঘটনায় একসঙ্গে দুই বন্ধুকে হারিয়েছেন এই অভিনেতা।
ওইদিন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এখনও বিশ্বাস হচ্ছে না, আজ সন্ধ্যায় (৯ জুন) টরন্টোর কাওয়ার্থা লেকে দুর্ঘটনায় আমি আমার দুই প্রিয় শৈশবের বন্ধু টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডুকে হারিয়েছি।’
একই রকম শার্ট গায়ে তিনি বন্ধুর একটি ছবি শেয়ার করে টনি ডায়েস লিখেছেন, ‘গত বছর টরন্টোতে আমরা তিনজনই শেষবার এক সঙ্গে ছিলাম হাসিমুখে ছিলাম। জানতাম না যে এটিই আমাদের শেষ মুহূর্ত হবে। অনেক স্মৃতি, অনেক হাসি। তোমরা সবসময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। আমার ভাইয়েরা, শান্তিতে থাক।’
২০০৮ সালের শেষের দিকে টনি ডায়েস তার স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিউইয়র্ক লং আইল্যান্ডের হিকসভিল শহরে বসবাস করছেন তিনি। তিনি পাঁচ বছর আগে দেশে এসেছিলেন। শৈশব–কৈশোরের বন্ধুদের সঙ্গে ঘুরেছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায়। আড্ডা দেন বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গেই।
১৯৮৯ সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে টনি ডায়েসের অভিনয়জীবন শুরু হয়। ১৯৯৪ সাল থেকে শুরু হয় টিভি নাটকের ক্যারিয়ার। ২০০৮ সাল পর্যন্ত চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন টনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দুটি—‘মেঘের কোলে রোদ’ ও ‘পৌষ মাসের পিরিত’।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাস্ট ওয়েট করুন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন: আসিফ নজরুল
জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “জাস্ট ওয়েট করুন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।”
সংস্কার ও সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি না, জানতে চাইলে আসিফ নজরুল বলেন, “২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন; অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।”
আরো পড়ুন:
ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ
কুমিল্লার ৪টি আসনের সীমানায় বড় পরিবর্তন
তিনি বলেন, “নির্বাচনি কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।”
ভোট দেওয়া যাবে কি না, এমন এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।”
নির্বাচন বিষয়ে আপনাদের উদ্যোগ কী- এই প্রশ্নে আসিফ নজরুল বলেন, “আমাদের এ হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের- আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন। তারা হাসাহাসি শুরু করতেন। কেউ কেউ বলতেন, স্যার ভোট দিয়েছি, তবে ১০-১২টা। ৯০ শতাংশ বলতেন তারা ভোট দেননি। যাই হোক আমাদের সেই দুঃখ ঘুঁচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণের বিষয়ে আগেই অবহিত করেছে সরকার। তবে এখনো দিনক্ষণ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট পথনকশা ঘোষণার চাপ রয়েছে। অবশ্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের ওপর গুরুত্ব রয়েছে দলগুলোর। সরকার বলছে, সংস্কারের বিষয়ে অগ্রগতি রয়েছে এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্যে জুলাই সনদ ঘোষণা করার ইচ্ছা রয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল