শুরুতে বায়ার লেভারকুসেন ছেড়ে তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ছিল। বিশেষ করে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর সে সম্ভাবনা আরও বেড়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, লুকা মদরিচের জায়গা নিতে গুরু আলোনসোর পথ ধরে শিষ্য ফ্লোরিয়ান ভির্টৎসও হয়তো মাদ্রিদেই যাবেন।

কিন্তু ইউরোপিয়ান ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। চূড়ান্ত সইয়ের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। ভির্টৎসের দলবদলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। শুরুতে মাদ্রিদে যাওয়ার পথে থাকলেও দিক বদলে জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন লিভারপুলে যোগ দিচ্ছেন। বিবিসি, সিএনএন এবং দ্য টাইমসসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম ভির্টৎসের লিভারপুলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু এটুকুই নয়, ভির্টৎসকে কেনার মধ্য দিয়ে ব্রিটিশ রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হওয়ার বিষয়টিও জানিয়েছে সংবাদমাধ্যম। জানা গেছে, ভির্টৎসের জন্য লিভারপুলের খরচ হবে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি পাউন্ড নিশ্চিতভাবে পেলেও বাকি ১ কোটি ৬০ লাখ দেওয়া হবে ‘অ্যাড–অনস’ অর্থাৎ কিছু শর্তপূরণের ভিত্তিতে।

আরও পড়ুনমদরিচের জায়গায় ২ হাজার কোটি টাকার মিডফিল্ডারকে কেন চান আলোনসো ২১ মে ২০২৫

লিভারপুলের প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে সাফল্য পাওয়ার ওপর নির্ভর করছে এই ‘অ্যাড–অনস’ পাওয়ার বিষয়টি। আর সেটি হলেই মূলত ভির্টৎসের দলবদল ব্রিটিশ রেকর্ড ভাঙতে পারবে।

প্রাথমিক দামে বর্তমান ব্রিটিশ রেকর্ড চেলসির—২০২৩ সালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা। চেলসি আরও এনেছে ব্রাইটনের মিডফিল্ডার ময়জেস কাইসেদোকে, যিনি শুরুতে ১০ কোটি পাউন্ডে এলেও অঙ্কটি বাড়তে পারে ১১ কোটি ৫০ লাখ পর্যন্ত। ফলে ভির্টৎসের দলবদলের ফি শেষ পর্যন্ত ব্রিটিশ রেকর্ড ভাঙবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে। মূলত অ্যাড–অনস বা বোনাসের অংকটি কার্যকর হলেই এই ফি ব্রিটিশ রেকর্ড ভাঙবে।

ফ্লোরিয়ান ভির্টৎস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ট শ র কর ড ভ র দলবদল প উন ড

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ