শুরুতে বায়ার লেভারকুসেন ছেড়ে তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ছিল। বিশেষ করে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর সে সম্ভাবনা আরও বেড়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, লুকা মদরিচের জায়গা নিতে গুরু আলোনসোর পথ ধরে শিষ্য ফ্লোরিয়ান ভির্টৎসও হয়তো মাদ্রিদেই যাবেন।

কিন্তু ইউরোপিয়ান ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। চূড়ান্ত সইয়ের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। ভির্টৎসের দলবদলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। শুরুতে মাদ্রিদে যাওয়ার পথে থাকলেও দিক বদলে জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন লিভারপুলে যোগ দিচ্ছেন। বিবিসি, সিএনএন এবং দ্য টাইমসসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম ভির্টৎসের লিভারপুলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু এটুকুই নয়, ভির্টৎসকে কেনার মধ্য দিয়ে ব্রিটিশ রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হওয়ার বিষয়টিও জানিয়েছে সংবাদমাধ্যম। জানা গেছে, ভির্টৎসের জন্য লিভারপুলের খরচ হবে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি পাউন্ড নিশ্চিতভাবে পেলেও বাকি ১ কোটি ৬০ লাখ দেওয়া হবে ‘অ্যাড–অনস’ অর্থাৎ কিছু শর্তপূরণের ভিত্তিতে।

আরও পড়ুনমদরিচের জায়গায় ২ হাজার কোটি টাকার মিডফিল্ডারকে কেন চান আলোনসো ২১ মে ২০২৫

লিভারপুলের প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে সাফল্য পাওয়ার ওপর নির্ভর করছে এই ‘অ্যাড–অনস’ পাওয়ার বিষয়টি। আর সেটি হলেই মূলত ভির্টৎসের দলবদল ব্রিটিশ রেকর্ড ভাঙতে পারবে।

প্রাথমিক দামে বর্তমান ব্রিটিশ রেকর্ড চেলসির—২০২৩ সালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা। চেলসি আরও এনেছে ব্রাইটনের মিডফিল্ডার ময়জেস কাইসেদোকে, যিনি শুরুতে ১০ কোটি পাউন্ডে এলেও অঙ্কটি বাড়তে পারে ১১ কোটি ৫০ লাখ পর্যন্ত। ফলে ভির্টৎসের দলবদলের ফি শেষ পর্যন্ত ব্রিটিশ রেকর্ড ভাঙবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে। মূলত অ্যাড–অনস বা বোনাসের অংকটি কার্যকর হলেই এই ফি ব্রিটিশ রেকর্ড ভাঙবে।

ফ্লোরিয়ান ভির্টৎস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ট শ র কর ড ভ র দলবদল প উন ড

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা