বরিশাল: পর্যটনশিল্পের নতুন সম্ভাবনা
Published: 14th, June 2025 GMT
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র বরিশাল। অঞ্চলটি কেবল শস্যশ্যামল ভূমির জন্য পরিচিত নয়, এটি দেশের সবচেয়ে সমৃদ্ধিশালী নদীমাতৃক এলাকাগুলোর মধ্যে অন্যতম।
পদ্মা, মেঘনা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, সন্ধ্যা, সুগন্ধার মতো অসংখ্য নদ-নদী আর বিস্তীর্ণ সবুজে ঘেরা বরিশাল অঞ্চল পর্যটনশিল্পের জন্য এক অপার সম্ভাবনাময় ভূমি। যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ফলে এখন দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই এই অঞ্চলে পৌঁছানো যায়।
আজ থেকে ২০ বছর আগেও যেখানে বারবার যানবাহন পরিবর্তন করে নৌকায় চড়ে গন্তব্যে পৌঁছাতে হতো, এখন সেখানে ফেরির বদলে অসংখ্য দৃষ্টিনন্দন সেতু তৈরি হওয়ায় একই স্থান থেকে নিরবচ্ছিন্নভাবে যাত্রা করা সম্ভব হচ্ছে। এই পরিবর্তনই বরিশালকে পর্যটন মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
ভারতের দক্ষিণ রাজ্য কেরালা একসময় ছিল কৃষিকাজের জন্য ব্যবহৃত বড় বড় নৌকার রাজ্য। ধান-চাল গুদামজাত করে রাখা হতো এসব নৌকার ভেতরে। আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তির প্রসারের ফলে এসব নৌকা তাদের চিরাচরিত প্রয়োজনীয়তা হারায়। হাজার হাজার নৌকা অকেজো হয়ে পড়ে ছিল। কিন্তু স্থানীয় একজন দূরদর্শী ট্যুর অপারেটর এই অকেজো নৌকাগুলোকেই হাউসবোটে রূপান্তরিত করার ধারণা নিয়ে আসেন।
প্রাথমিকভাবে এর সংখ্যা কম থাকলেও বর্তমানে কেরালাজুড়ে সহস্রাধিক হাউসবোট পর্যটকদের বিমোহিত করছে। বাংলাদেশ থেকেও প্রতিবছর প্রচুর পর্যটক শুধু এই হাউসবোটে করে কেরালার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান।
কেরালার হাউসবোটগুলোতে আধুনিক সব সুযোগ-সুবিধা বিদ্যমান। দৃষ্টিনন্দন নকশা, নান্দনিক নকশা, উচ্চমানের সেবা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন শত শত পর্যটককে আকৃষ্ট করছে। সারা পৃথিবী থেকে পর্যটকেরা কেরালায় এসে এই হাউসবোটে করে দিনভর ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ আবার রাত্রিযাপনও করছেন। শত শত মাইল ধরে হাউসবোটে ভেসে বেড়ানোর এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।
কেরালার এই সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহত্তর বরিশাল অঞ্চলের উপকূলবর্তী এবং নদীবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলোতে হাউসবোট চালু করা যেতে পারে। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা এবং বরিশাল জেলার অসংখ্য ছোট-বড় নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়গুলোতে এই ধরনের হাউসবোট প্রবর্তন করা সম্ভব। এটি বাংলাদেশের পর্যটনশিল্পে একটি নতুন ধারা তৈরি করবে এবং দেশের ভ্রমণপিপাসু মানুষেরা নিজেদের দেশের মাটিতেই নির্মল প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের এক অনন্য সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে বরিশালের ঐতিহ্যবাহী নৌকা যেমন চালতি নৌকা, কোষা নৌকা; এ ছাড়া পালতোলা নৌকা ও লম্বা তরির মতো বিভিন্ন নৌকার নকশার অনুপ্রেরণায় আধুনিক নকশার সমন্বয়ে আকর্ষণীয় হাউসবোট তৈরি করা যেতে পারে। স্থানীয় কারিগরদের দক্ষতা এবং আধুনিক স্থাপত্যশৈলীর মিশ্রণে এমন নান্দনিক নকশা উপস্থাপন করতে হবে, যা দেশি-বিদেশি পর্যটকদের সহজেই আকৃষ্ট করবে।
বরিশাল অঞ্চল শুধু নদী নয়, এখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান, যা পর্যটকদের মুগ্ধ করবে। হাউসবোট ভ্রমণের পাশাপাশি এই স্থানগুলোও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যেতে পারে।
গুঠিয়া মসজিদ (বায়তুল আমান জামে মসজিদ), প্রায় ২৫ একর আয়তনের বিশাল সূর্য দিঘি, দিঘিটি প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির কলরবের জন্য বিখ্যাত। ভাসমান পেয়ারাবাগান (স্বরূপকাঠি/আটঘর কুড়িয়ানা) বাংলাদেশের একমাত্র ভাসমান পেয়ারাবাগান, যা বর্ষাকালে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। নৌকায় ঘুরে পেয়ারাবাগান দেখার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়। শেরেবাংলা স্মৃতি জাদুঘর (চাকহার), স্বাধীন বাংলাদেশের স্থপতি শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতিবিজড়িত এ স্থানটি ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয়।
লাকুটিয়া জমিদারবাড়ি, প্রাচীন স্থাপত্য ও ইতিহাসের সাক্ষী এই জমিদারবাড়িটি পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে।
এ ছাড়া কুয়াকাটা সমুদ্রসৈকত, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগের জন্য এটি বাংলাদেশের অন্যতম সেরা স্থান। ফাতরার বন (সুন্দরবনের পূর্বাংশ), সুন্দরবনের ম্যানগ্রোভ বনের একাংশ, যেখানে বন্য প্রাণী ও প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করা যায়।
হাউসবোটের মাধ্যমে এসব স্থানে দিনে ঘুরে বেড়ানো এবং রাতে নৌকার মধ্যেই থাকার ব্যবস্থা করা গেলে তা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ হবে। এ ছাড়া স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন লোকজ গান, নৃত্য ও খাবারের আয়োজন করা যেতে পারে।
এই হাউসবোট প্রকল্প এবং বরিশালকে কেন্দ্র করে পর্যটনশিল্পের উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশাল সুযোগ। বরিশাল অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। নদ-নদী, খাল-বিল, সবুজে ঘেরা গ্রাম, ভাসমান পেয়ারাবাগান—এই সবকিছু মিলে পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।
বাংলাদেশের মানুষের মধ্যে ভ্রমণের প্রবণতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বিদেশি পর্যটকদের কাছেও নতুন নতুন গন্তব্যের চাহিদা রয়েছে। হাউসবোট এই চাহিদা পূরণে সক্ষম।
পদ্মা সেতু এবং বরিশাল অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে পর্যটকদের যাতায়াত অনেক সহজ হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
হাউসবোট একটি উচ্চমূল্যের পর্যটন পণ্য হতে পারে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল আয় অর্জন করা সম্ভব। নদীভিত্তিক পর্যটন তুলনামূলকভাবে পরিবেশবান্ধব। আধুনিক হাউসবোটগুলো পরিবেশ সুরক্ষার বিষয়টিও মাথায় রেখে তৈরি করা সম্ভব। এই প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি মনে করি, যেসব তরুণ উদ্যোক্তা নতুন কিছু শুরু করতে চান, তাঁদের জন্য এই খাতে রয়েছে অপার সম্ভাবনা। প্রথমে ভালোভাবে বাজার গবেষণা করুন। কেরালার মডেল অনুসরণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন হাউসবোট উপযোগী হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন।
ঐতিহ্যবাহী নৌকার নকশার সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা ও প্রযুক্তি যুক্ত করে এমন হাউসবোট তৈরি করুন, যা দৃষ্টিনন্দন এবং আরামদায়ক। দেশীয় উপকরণ ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করুন।
প্রথম দিকে ছোট পরিসরে কিছু হাউসবোট দিয়ে শুরু করতে পারেন এবং অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন নতুন উদ্যোক্তারা।
বরিশালকে কেন্দ্র করে এই হাউসবোট প্রকল্প যদি বাস্তবতার নিরিখে বিবেচনা করে শুরু করা যায়, তবে এটি বাংলাদেশের পর্যটনশিল্পে নতুন দিগন্তের সূচনা করবে। এটি কেবল ভ্রমণপিপাসু মানুষদের জন্য নতুন একটি গন্তব্য তৈরি করবে না, বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে স্থানীয় বিনিয়োগকারী, নতুন উদ্যোক্তা, স্থানীয় প্রশাসন এবং বিদেশি বিনিয়োগকারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আনিস রহমান লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ক ত ক স ন দর য ই হ উসব ট হ উসব ট প দ র জন য ব যবস থ
এছাড়াও পড়ুন:
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গতকাল সোমবার অভিযানটি চালানো হয়।
আজ মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ এসব কথা বলেন।
তিন মাসেরও বেশি আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ২৬ জন নিহত হন।
অমিত শাহ বলেন, ‘আমি পার্লামেন্টে জানাতে চাই, বৈসরানে যে তিন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, তাঁদের সবাইকে হত্যা করা হয়েছে।’ তাঁর দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
অমিত শাহ আরও বলেন, ‘হামলায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রমাণ আছে।’
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের দাচিগাম এলাকার পাহাড়ে গতকাল ওই অভিযান চালানো হয়েছে। শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের অবস্থান।
এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। একজন নেপালি ছিলেন।
আরও পড়ুনকাশ্মীরে পর্যটকদের গুলি করার আগে কী হয়েছিল, জানালেন প্রত্যক্ষদর্শীরা২৫ এপ্রিল ২০২৫ভারতের অভিযোগ, এ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে আছে। উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তারা দুটি যুদ্ধসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
আরও পড়ুনপেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানি নাগরিক বলে দাবি ভারতের২৪ জুন ২০২৫