এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছে মৌসুম শেষ হওয়ার আগে থেকেই। বিশেষ করে ভিলা পার্কে মৌসুমের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত–সমর্থকদের বিদায় জানানোর পর থেকেই গুঞ্জনটি শুরু হয়। তখন মার্তিনেজের পরবর্তী গন্তব্য হিসেবে সামনে এসেছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

তবে এই মুহূর্তে বার্সেলোনা নয়, মার্তিনেজের একমাত্র স্বপ্ন নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইউনাইটেডে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। মার্তিনেজের এই আগ্রহ অবশ্য একপক্ষীয় নয়, ইউনাইটেডেরও নাকি তাঁকে নিয়ে আগ্রহ আছে।

দ্য সানের তথ্য অনুযায়ী, ইউনাইটেডের প্রধান কোচ আমোরিম স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা করছেন এবং সে লক্ষ্যে তিনি নেতৃত্বের গুণাবলিসম্পন্ন খেলোয়াড় খুঁজছেন। যেখানে তাঁর চোখ আছে মার্তিনেজের প্রতিও। জানা গেছে, পর্তুগিজ এই কোচ মার্তিনেজের বড় ভক্ত। এমনকি ২০২০ সালে স্পোর্টিং লিসবনে তাঁকে আনার জন্য আমোরিম উদ্যোগও নিয়েছিলেন। শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে আর পেরে ওঠেনি পর্তুগিজ ক্লাবটি। মার্তিনেজকে দলে টেনে নেয় ভিলা।

সে সময় আমোরিমের অর্পূণ ইচ্ছা পূরণ হতে পারে এই গ্রীষ্মের দলবদলে। দুই দুইয়ে চার মিললে আগামী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে আমোরিমের অধীনে খেলতে দেখা যেতে পারে মার্তিনেজকে।

অ্যাস্টন ভিলার হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলার পর আবেগাপ্লুত ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র ম

এছাড়াও পড়ুন:

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ্যুম

স্থপতি মেরিনা তাবাশ্যুম বলেছেন, প্রশংসা অনেক সময় মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এওয়ার্ড পেলে অনেক সময় মানুষের প্রশংসা কাজের বিঘ্ন ঘটায়।

তিনি বলেন, `আপনি যখন অ্যাওয়ার্ড পান মানুষ আপনাকে মাথায় তুলে ফেলে। আপনি নিজেকে ভাবতে থাকেন আমি কি না জানি কি হয়ে গেলাম। ওখান থেকে নিজেকে আবার মাটিতে নামানোটা একটা প্রসেস...নিজেকে মাটিতে গ্রাউন্ডেড করার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়।'

আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।

মেরিনা তাবাশ্যুম মনে করেন, অ্যাওয়ার্ড অনেক সময় মানুষের যোগ্যতা ধরে রাখতে সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, `অ্যাওয়ার্ড পেলে একটু প্রবলেমেটিক। সময় নষ্ট করে মানুষজন ডাকে, কথা বলতে চায়। বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য ইনভাইট করে।'

একজন স্থপতি হিসেবে মেরিনা তাবাশ্যুম সবসময় আশা নিয়ে কাজ করেন বলে জানান। তিনি বলেন, যারা স্থপতি, যত দুর্যোগই আসুক, তাঁদের আশা নিয়ে কাজ করতে হয়। তাই তিনি দিনের শুরুতে নেতিবাচক খবর পড়া থেকে বিরত থাকেন বলেও জানান।

সম্পর্কিত নিবন্ধ