পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ভাঙা অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে চারটি আন্তঃনগর ট্রেন। মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া পৌরসদরের উত্তর সারুটিয়া এলাকায় ঈশ্বরদী-ঢাকা রেললাইনে আট ইঞ্চি ভাঙা অংশ দেখতে পান পথচারীরা। 

ভাঙ্গুড়া রেলস্টেশন মাস্টার আরিফুল ইসলাম বলেন, সকালে পথচারীদের মাধ্যমে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাই। পরে মিস্ত্রিরা গিয়ে উত্তর সারুটিয়া এলাকায় রেলের ব্লক জয়েন্টে আট ইঞ্চি ফাটল দেখতে পান।

তিনি আরও বলেন, রেললাইনে সমস্যা দেখা দেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস সকালে বড়াল ব্রিজ রেলস্টেশনে ৪৮ মিনিটের মতো দাঁড়িয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে মিস্ত্রিরা ভাঙা স্থান কিছুটা মেরামত করে এবং বাকিটায় পাটের ছালা দিয়ে ধীরে ধীরে ট্রেনটি পার করেন। এর পর আন্তঃনগর নীলসাগর এবং আরও দুটি ট্রেন এভাবে পার করা হয়।

মেরামতের পর দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন প র কর

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ