২৬৯ করেও বাবার কাছে যখন শুনতে হয়—ট্রিপল সেঞ্চুরি মিস করেছ
Published: 4th, July 2025 GMT
বাবারা বুঝি এমনই হন! সন্তান ভালো করলে খুশি তো হনই, পাশাপাশি কীভাবে আরও ভালো করা যেত, কোন সুযোগ হাতছাড়া হয়েছে—সেসব নিয়েও সন্তানকে বলেন। শুবমান গিলের বাবা লখিন্দর সিং–ও এর ব্যতিক্রম নন। ছেলে তাঁর ইংল্যান্ডে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড (২৬৯) গড়ার পরও লখিন্দর মনে করিয়ে দিয়েছেন, বাবা ট্রিপল সেঞ্চুরিটা যে মিস হয়ে গেল!
আরও পড়ুনজাদেজা কি সত্যিই পিচ নষ্ট করতে চেয়েছিলেন৫ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে প্রকাশ হওয়া এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন গিল নিজেই। এজবাস্টন টেস্টে গতকাল দ্বিতীয় দিনে ২৬৯ রানে আউট হন গিল। তাঁর অসাধারণ এই ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাহাড় গড়তে পেরেছে ভারত। এরপর ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৩৩৮ রান তুলেছে।
ভারতের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি পেয়েছেন গিল। বীরেন্দর শেবাগ ও করুন নায়ারের পর ভারতের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগটা ছিল তাঁর। শেষ পর্যন্ত তা না পেলেও বাবার কাছ থেকে ঠিকই অভিনন্দন পেয়েছেন ২৫ বছর বয়সী গিল। ভিডিও বার্তায় বলেন, ‘তাঁর কাছ থেকে (প্রশংসা) শোনা আমার জন্য অনেক কিছু। তবে তিনি এ–ও বলেছেন, আমি আমার ট্রিপল সেঞ্চুরিটা মিস করেছি। আশা করি, আমরা ম্যাচটা খুব ভালোভাবে শেষ করতে পারব।’
এজবাস্টন টেস্টে গতকাল ডাবল সেঞ্চুরি করেন গিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র পল স ঞ চ র
এছাড়াও পড়ুন:
স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।
তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।