মব সৃষ্টি করে চালানো হয় লুটপাট, তল্লাশির নাটক
Published: 5th, July 2025 GMT
রাজশাহী নগরীর ভদ্রা পারিজাত আবাসিক এলাকার একটি ভবনের ফ্ল্যাটে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সন্ধানে সেখানে তল্লাশি চালানোর নামে মব সৃষ্টি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ‘লুট’ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শনিবার বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেই ফ্ল্যাট মালিকের স্ত্রী হাবিবা আক্তার মুক্তা।
তিনি বলেন, ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ২ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির লিফটের ৫ এর ৬ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। গত ৩ জুলাই দুপুর আনুমানিক দুইটার দিকে আমার একমাত্র মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান সিসিল একদল সন্ত্রাসী এনে আমার ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে বাড়িতে থাকা নগদ দুই লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং আমাকে নির্যতন করে, যা ডাকাতির সামিল। এ সময় আমি বাসায় একা ছিলাম। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সিসিল বিকেল আনুমানিক ৪টার দিকে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ নিয়ে এনে আবারও আমার বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশির নাটক সাজায়। যার পুরো সিসি ক্যামেরা ফুটেজ পুলিশসহ আমাদের কাছে রয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা লিপিবদ্ধ করেছি। সেই সাথে পুলিশকে সব তথ্যাদি প্রদান করা হয়েছে।
হাবিবা আক্তার মুক্তা আরও বলেন, মব সৃষ্টিকারী সিসিলের এসবের পেছনে রয়েছে তার ভাই ও আমার মেয়ে জামাই সিজারের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করা। আমার জামাই মেহেদী হাসান সিজারের বাবা রাজশাহীর একজন পরিচিত ঠিকাদার ছিলেন। তিনি ২০২১ সালে মারা যান। এরপর তার রেখে যাওয়া বহু মূল্যবান সম্পত্তি নিজে ভোগ দখলের জন্য আমার জামাইকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে এই সিসিল। তারই ধারাবাহিকতায় গত ২৯ জুন আমার জামাইয়ের বাড়িতে সিসিল সন্ত্রাসী নিয়ে গিয়ে হামলা চালায়। কোনোক্রমে তিনি লুকিয়ে থেকে রক্ষা পান। আমার স্বামী ও আমি যেহেতু সিজারের শ্বশুর ও শাশুড়ি। সে কারণে আমাদেরকে জিম্মি করে সিজারকে তার কথামতো পরিচালনা করতে পরিকল্পিতভাবে এ হামলা চালায় সিসিল। এর পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। সিসিল নিজে আওয়ামী লীগের রাজনীতি ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সম্পৃক্ত।
মুক্তা আরও বলেন, আমার স্বামী এবং আমার মেয়ে জামাই কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তবে সিসিল তার ভাই সিজারকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি নিজে আত্মসাতের জন্য এই মব সৃষ্টি করে আমাদেরকে জিম্মি করার পাশাপশি বাড়িতে ডাকাতি ও আমার মেয়ে জামাই সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মব স ষ ট
এছাড়াও পড়ুন:
জুন মাসে বন্দরে জোড়া হত্যাসহ বিভিন্ন অপরাধে ৪৬টি মামলা
গত জুন মাসে চাঞ্চল্যকর জোড়া হত্যাসহ বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৪৬টি। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ১২টি, হত্যা ৪টি,ডাকাতি ১ টি,নারী ও শিশু নির্যাতন আইনে ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি,সড়ক র্দূঘটনা আইনে ২টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ২০টি।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় রুজুকৃত ১২টি মাদক মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় মাদক উদ্ধার হয়েছে ২শ ৩৫পিছ ইয়াবা ট্যাবলেট, ৯শ ৭০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন।
বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ১ পলাতক আসামীসহ জিআর মামলার ওয়ারেন্টে ২৬ জন ও সিআর মামলার ওয়ারেন্টে ২৩ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, গত জুন মাসে বন্দর থানায় ৪৬টি মামলা হয়েছে। এরমধ্যে আলোচিত জোড়া হত্যা মামলায় উভয় পক্ষের অভিযুক্ত বেশিরভাগ আসামীকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠাতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি বন্দর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।