সোনারগাঁ  উপজেলায় নবজাতক  শিশুকে চারাগাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। 

জানা যায়, মঙ্গলবার(০৮জুলাই) বিকেলে উপজেলার পৌর ভবনাথপুর একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে ইউএনও উপহার ও চারা গাছ নিয়ে সেখানে পৌঁছেন।

 ইউএনও নবজাতক আরাফাত ও প্রসূতি মা মিতু আক্তারকে মিষ্টি ও উপহার দেন এবং ওই বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন। এ সময় সহকারি কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) সেগুফতা মেহেনাজ,পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

"ইউএনও ফারজানা রহমান বলেন, আজ থেকে আমরা কাজটি শুরু করেছি। এতে শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছ ভবিষ্যতে তাদের সম্পদ হয়ে উঠবে।"

আমাদের জেলা প্রশাসক স্যারের একটি কর্মসূচি রয়েছে স্যারের একটি কর্মসূচি রয়েছে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ।গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি তে জেলায় এক লক্ষ গাছ লাগানো চলমান আগামী ১০ই জুলাই সেটির সমাপ্ত করণ করা হবে।

আমাদের জেলা প্রশাসক স্যার চাচ্ছে আমাদের নারায়ণগঞ্জ যেন একটা সবুজ বিপ্লব ঘটে যায়।কারণ নারায়ণগঞ্জ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসাবে পরিচিতি লাভ করছে এর পাশাপাশি নারায়ণগঞ্জের প্রাণ নাই।নারায়ণগঞ্জের প্রাণের সঞ্চালন ঘটাতে কিন্তু ডিসি স্যারের এই উদ্যোগ।

আরও বলেন,কিছুদিন আগে আমরা দেখছি এক দম্পতি তাদের সন্তানের ১ম জন্মদিনে কেক কাটার বদলে বৃক্ষ রোপণ করছেন।সেটি ডিসি স্যারের মনে দাগ কেটেছে।পরবর্তীতে ডিসি স্যার সে ডেকে নিয়ে আসে ডিসি স্যারের কার্যালয়ে ঐ বাচ্চাকে কেক কাটে বার্থডে উদযাপন করেন ও একটি গাছ উপহার দেন।ঘটনায় আসলে আমার ও মনে দাগ কাটে।তখন আমি ও চিন্তা করলাম আমাদের এখানে যে শিশুগুলোক জন্ম গ্রহণ করবে আগামী প্রজন্মকে সুন্দর সবুজ সোনারগাঁ বলেন সবুজ পৃথিবী দেওয়ার লক্ষ্য এই উদ্যোগ। তাই আজ আমরা এই নবজাতকের জন্য একটি গাছ ও উপহার দেওয়া হয়ছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ইউএনও ন র য়ণগঞ জ উপহ র দ আম দ র

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 

নারায়ণগঞ্জ মহানগর  যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী। 

জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।

দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ