সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট ও হরিনগর গ্রামের মধ্যে বাঁশের পুরোনো সাঁকোটি দিয়ে প্রতিদিন শত শত শিশু স্কুলে যায়। এর কাঠামো এতটাই ভঙ্গুর, প্রাপ্তবয়স্করাও পা রাখতে ভয় পান। অথচ জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় হাজারো মানুষকে। দুর্দশার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন স্থানীয় যুবক জিয়াউর রহমান।
এ পোস্টের সূত্রেই আলোড়ন তৈরি হয়। পোস্টটি চোখে পড়ে ইউএনও রনী খাতুনের। তিনি পিআইও মিয়ারাজ হোসেন খানকে পাঠান ঘটনাস্থলে। স্থানীয়দের দুর্ভোগ শুনে তিনি বিস্তারিত জানান ইউএনওকে।
এর পরদিনই কাঠের সেতু নির্মাণে উপজেলা পরিষদের তহবিল থেকে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেন ইউএনও। একই সঙ্গে মন্ত্রণালয়ে একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাব পাঠাতে নির্দেশও দেন। এ খবরে গ্রামের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। 
স্থানীয় লোকজন বলছেন, কেউ ভাবেননি একটি ঝুঁকিপূর্ণ সাঁকো এত দ্রুত সরকারের নজরে আসবে। পোস্টদাতা জিয়াউর রহমান বলেন, ‘দুদিন আগে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। ক্ষোভ থেকে ফেসবুকে লিখেছিলাম।’ স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের কখনও কল্পনায়ও ছিল না এখানে পাকা সেতু হবে।’
ইউএনও মোছা.

রনী খাতুন বলেন, ‘শিশুদের নিরাপত্তার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে।’
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ