দেশে যেন নতুন স্বৈরাচারের জন্ম না হয় : নাহিদ
Published: 10th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমরা ৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। এ দেশে নতুন করে স্বৈরশাসনের আর যেন জন্ম না হয়।’’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ দশম দিন বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরের উন্মুক্ত মঞ্চে এনসিপি নড়াইল জেলা শাখার আয়োজনে পথসভায় তিনি এ সব কথা বলেন।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে হয়েছিল প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য। তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ গড়ার আহ্বান নিয়ে মাঠে নেমেছিল। এর এক বছরেও আমরা জুলাই শহীদ ও আহতদের সম্মান দেখাতে পারিনি।’’
আরো পড়ুন:
আমাদের নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা অবহেলিত নড়াইলের উন্নয়ন করতে চাই। আমাদের আশা ছিল, গণঅভ্যুথানের পর দলমত নির্বিশেষে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে। দেশে আঞ্চলিক বৈষম্য রেখে কোনো কাজ করা যাবে না।’’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘আমরা শুনেছি নির্বাচন কমিশনাররা দিনের ভোট রাতে করেছেন। পুলিশ ও সেনাবাহিনীকে সাক্ষী রেখে ভোট কেটেছেন। সেই নির্বাচন কমিশনার হুদার অবস্থা কী, তা আপনারা জানেন। জুতার মালা গলায় নিয়ে কারাগারে গিয়েছেন।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা শুনছি শাপলা ফুল প্রতীক আমাদের দেয়া হবে না। নির্বাচন কমিশন মিটিং করার আগেই কীভাবে এই খবর প্রচার হলো? ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা আমরা জানি।’’
নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ফুলের জন্য আবেদন করেছেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেতা মোল্যা রহমতউল্লাহ, শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা.
ঢাকা/শরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম এনস প দ শ গড় ইসল ম এনস প
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ
গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘২০২৪-এ এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা দেখেছেন, বিবিসি একটি প্রতিবেদন করেছে; গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই সব গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। গুলিতে নিহত সব হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’’
আরো পড়ুন:
‘শেখ হাসিনাই গুলির নির্দেশ দিয়েছিলেন’ অডিও যাচাই করে বলছে বিবিসি
শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব
ঢাকা/মামুন/রাজীব