কখনো নিজেকে খুব শক্তিশালী মনে হয়, কখনো হয় না...
Published: 10th, July 2025 GMT
ওটিটির চেনা মুখ শ্রিয়া পিলগাঁওকর। পর্দায় বেশির ভাগ সময় তাঁকে দৃঢ়চেতা, দাপুটে চরিত্রে দেখা যায়। কিছুদিন আগে জিফাইভের ‘ছল কপট’ ওয়েব সিরিজে তাঁকে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্দার মতো বাস্তব জীবনেও তিনি কতটা শক্তিশালী।
শ্রিয়ার মা–বাবা দুজনই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ—অভিনেতা শচীন পিলগাঁওকর ও সুপ্রিয়া পিলগাঁওকর। তবে মা–বাবার পরিচয়ের বাইরে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছেন শ্রিয়া।
শ্রিয়া পিলগাঁওকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সবাইকে চমকে দিলেন জাস্টিন বিবার
কয়েক বছর ধরে জাস্টিন বিবার খবরের শিরোনাম হয়েছেন অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না—এমন সব বিষয় নিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বিবারের সঙ্গে গানের যেন অলিখিত একটা দূরত্ব তৈরি হয়েছিল। অবশেষে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করলেন কানাডীয় গায়ক। কোনো পূর্বঘোষণা ছাড়াই বিবারের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’ প্রকাশিত হয়েছে আজ। খবর বিবিসির
২০টি গানের অ্যালবামটিতে রয়েছে ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। কয়েক বছর ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন গায়ক। মনে করা হচ্ছে, গানে গানে নিজের জীবনের গল্পই শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি।
ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাঁদের সন্তানকে নিয়ে হাজির হতে। বিবারের ইনস্টাগ্রাম থেকে