চট্টগ্রামের পটিয়ায় শামসেদ হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার হয়। তিনি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত ব্যক্তির ছোট ভাই মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাই চট্টগ্রাম নগর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে আসেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে বেশি সময় তিনি ঘরে থাকতেন না। রাত প্রায় দেড়টার দিকে বসতঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ছোট্ট আরেকটি ঘরে থাকতে যান। ভোররাতে সেই ঘরে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তাঁর স্ত্রী। মাহমুদুল হাসান দাবি করেন, ‘তাঁর ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন।’

এদিকে খবর পেয়ে সকাল ৬টায় ঘটনাস্থলে যান পটিয়া থানার পুলিশ। পরে সকাল আটটার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসা হয়। জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

নুরুজ্জামান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ

চট্টগ্রামের পটিয়ায় শামসেদ হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার হয়। তিনি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত ব্যক্তির ছোট ভাই মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাই চট্টগ্রাম নগর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে আসেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে বেশি সময় তিনি ঘরে থাকতেন না। রাত প্রায় দেড়টার দিকে বসতঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ছোট্ট আরেকটি ঘরে থাকতে যান। ভোররাতে সেই ঘরে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তাঁর স্ত্রী। মাহমুদুল হাসান দাবি করেন, ‘তাঁর ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন।’

এদিকে খবর পেয়ে সকাল ৬টায় ঘটনাস্থলে যান পটিয়া থানার পুলিশ। পরে সকাল আটটার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসা হয়। জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত নিবন্ধ