মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
Published: 12th, July 2025 GMT
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহত শিক্ষার্থীর স্বজনেরা জানান, বিকেলে মামাতো বোনকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথে সিহাব মাদবর ও মামুন খান নামের দুজন ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে এলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে আয়শার মৃত্যু হয়। তাঁর মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল ও তারপর হাসপাতালে যায় সদর মডেল থানার পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আটক সিহাব মাদবর আয়শার কলেজের বন্ধু।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা এল এক্স খোকন গ্রেপ্তার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম। এরআগে বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে।
পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৪টি হত্যা ও ৫টি হত্যার চেষ্টার মামলার আসামী। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই এবং যুবলীগ নেতা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।