রাজধানীতে গতকাল রাতে ১৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। দুই দিন বৃষ্টি কমে গেলেও গতকাল রাত থেকে আবার বৃষ্টি বেড়েছে। আজ রোববার সকাল থেকেই উপকূলীয় জেলা কক্সবাজারসহ নানা স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের পাঁচ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও আজ বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে। পাঁচ বিভাগের কোনো কোনো স্থানে আজ ভারী বর্ষণের কথাও বলেছে আবহাওয়া অফিস।

সাগরের লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি হয় অপেক্ষাকৃত বেশি। এর মধ্যে ৮ জুলাই ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে এ বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলবাদ্ধতার সৃষ্টি হয়। ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গতকাল শনিবার ২৮টি স্টেশনেই কোনো বৃষ্টি হয়নি। তবে গতকাল রাতের দিকে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ সকাল প্রথম আলোকে বলেন, আবার বৃষ্টি শুরু হলো দেশে। এই সপ্তাহজুড়ে বৃষ্টি হতে পারে। তবে দেশজুড়ে যে একটানা বৃষ্টি হবে, তা নয়। বৃষ্টি হবে আবার কমবে। শুক্রবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। রাজধানীতেও আজ বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।

এই বৃষ্টির মধ্যেও গরম কমছে না। আফরোজা সুলতানা বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। আর এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্যই এমন। এখন বৃষ্টি হলেও তাপ খুব একটা কমে না। এপ্রিল–মে মাসে প্রচণ্ড গরম থাকে। কিন্তু প্রবল বৃষ্টি সেই তাপ কমিয়ে ফেলে। এখন তেমনটা হয় না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ