সম্পর্ক, ভালোবাসা আর জীবন জটিলতার নতুন গল্প ‘বর্ষা বিহনে’
Published: 13th, July 2025 GMT
‘সৎ মা’, ‘স্যরি বাবা’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয়ে করে দর্শক মনোযোগ কেড়েছিলেন দুই অভিনয়শিল্পী সজল নূর ও সুষমা সরকার। অনেকদিন পর ছোটপর্দায় আবার তাদের দেখা মিলল ‘বর্ষা বিহনে’ নামের একক নাটকে।
যেখানে তুলে ধরা হয়েছে সম্পর্ক, ভালোবাসা আর জীবন জটিলতার নতুন এক গল্প। নাটকের কাহিনি লিখেছেন রেজাউর রহমান রিজভী। পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। সজল-সুষমা ছাড়াও নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল। অভিনেতা সজল নূরের কথায়, ‘বর্ষা বিহনে’ সেই ধরনের গল্প, যা চেনা জীবনের নতুন ভাবে দেখার সুযোগ করে দেয়।
মনের গহীনের বিষয়গুলো ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে কাহিনিতে উঠে এসেছে; যা দর্শককে বিনোদনের পাশাপাশি চলমান জীবন ও আমাদের সম্পর্কের যোগসূত্রগুলো নিয়ে কিছুটা হলেও ভাবাবে।’
এই অভিনেতা আরও জানান, দর্শক মনোযোগ কাড়তে হলেও শুধু অভিনয়কে বাস্তব করে তুলে ধরার চেষ্টা করতে হয়। সেটি তখনই সম্ভব হয়, যখন গল্পে দর্শক চেনা মুখ আর চেনা জীবনের ছায়া খুঁজে পান। ‘বর্ষা বিহনে’ তেমনই এক গল্পের নাটক, যা দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সজলের কথার সঙ্গে একমত পোষণ করেছেন অভিনেত্রী সুষমা সরকার ও সালহা খানম নাদিয়া। পাশাপাশি এও জানিয়েছেন, আগেও একসঙ্গে তাদের কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তাই গল্প অনুযায়ী চরিত্র উপস্থাপনেও একে অপরের বোঝাপড়া ছিল ভালো। সেই সুবাদে নাটকের গল্প ও চরিত্রের মধ্য দিয়ে দর্শক মনে কড়া নাড়তে পারবেন বলেও তাদের বিশ্বাস।
.