চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ‘পারসোনালিটি’, যে সুবিধা পাওয়া যাবে
Published: 25th, July 2025 GMT
ব্যবহারকারীর সঙ্গে আরও ব্যক্তিগত ও পছন্দসই ভঙ্গিতে কথা বলার সুযোগ দিতে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে ‘পারসোনালিটি’ নামের নতুন সুবিধা যুক্ত করছে ওপেনএআই। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির প্রতিক্রিয়া ও আচরণের ধরন বেছে নিতে পারবেন।
চ্যাটজিপিটি সাধারণত তথ্য বিশ্লেষণ, যুক্তিনির্ভর আলোচনা ও প্রোগ্রামিংয়ের কাজে দক্ষ। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ, চ্যাটজিপিটির আচরণ খানিকটা অনুভূতিহীন। অন্যদিকে মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট তুলনামূলকভাবে বেশি প্রাণবন্ত ও ব্যক্তিকেন্দ্রিক। নতুন পারসোনালিটি সুবিধার মাধ্যমে এবার চ্যাটজিপিটিতেও নিজেদের কাঙ্ক্ষিত ধরন নির্বাচন করে স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।
ওপেনএআইয়ের তথ্য মতে, পারসোনালিটি সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির কাজে ধরন ও আচরণ বদলে নিতে পারবেন। যেমন, ‘সিনিক’ মোডে চ্যাটজিপিটি ঠান্ডা মেজাজে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর জানাবে। এমনকি মাঝেমধ্যে কটাক্ষমিশ্রিত ভঙ্গিতে কথা বলবে। যাঁরা অতিরিক্ত প্রশংসা এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এই মোড উপযুক্ত। এ ছাড়া আরও কয়েকটি ব্যক্তিত্বের মোড ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে। ‘রোবট’ মোডে চ্যাটজিপিটি কথা বলবে সংক্ষিপ্ত, কার্যকর ও নিরপেক্ষ ভঙ্গিতে। ‘লিসেনার’ মোডে হবে মনোযোগী ও সহানুভূতিশীল। আর ‘সেইজ’ মোডে চ্যাটজিপিটির আচরণ হবে উৎসাহী, কৌতূহলি ও জ্ঞানভিত্তিক।
পারসোনালিটি সুবিধা এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। ওপেনএআই জানিয়েছে, ধাপে ধাপে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির প্রোফাইল আইকনে ক্লিক করে ‘কাস্টমাইজ চ্যাটজিপিটি’ অপশন থেকে সহজেই পারসোনালিটি সুবিধা চালু করতে পারবেন।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ন ল ট ব যবহ র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।
ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
আজ সন্ধ্যায় পাঠানো র্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।