ব্যবহারকারীর সঙ্গে আরও ব্যক্তিগত ও পছন্দসই ভঙ্গিতে কথা বলার সুযোগ দিতে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে ‘পারসোনালিটি’ নামের নতুন সুবিধা যুক্ত করছে ওপেনএআই। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির প্রতিক্রিয়া ও আচরণের ধরন বেছে নিতে পারবেন।

চ্যাটজিপিটি সাধারণত তথ্য বিশ্লেষণ, যুক্তিনির্ভর আলোচনা ও প্রোগ্রামিংয়ের কাজে দক্ষ। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ, চ্যাটজিপিটির আচরণ খানিকটা অনুভূতিহীন। অন্যদিকে মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট তুলনামূলকভাবে বেশি প্রাণবন্ত ও ব্যক্তিকেন্দ্রিক। নতুন পারসোনালিটি সুবিধার মাধ্যমে এবার চ্যাটজিপিটিতেও নিজেদের কাঙ্ক্ষিত ধরন নির্বাচন করে স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।

ওপেনএআইয়ের তথ্য মতে, পারসোনালিটি সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির কাজে ধরন ও আচরণ বদলে নিতে পারবেন। যেমন, ‘সিনিক’ মোডে চ্যাটজিপিটি ঠান্ডা মেজাজে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর জানাবে। এমনকি মাঝেমধ্যে কটাক্ষমিশ্রিত ভঙ্গিতে কথা বলবে। যাঁরা অতিরিক্ত প্রশংসা এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এই মোড উপযুক্ত। এ ছাড়া আরও কয়েকটি ব্যক্তিত্বের মোড ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে। ‘রোবট’ মোডে চ্যাটজিপিটি কথা বলবে সংক্ষিপ্ত, কার্যকর ও নিরপেক্ষ ভঙ্গিতে। ‘লিসেনার’ মোডে হবে মনোযোগী ও সহানুভূতিশীল। আর ‘সেইজ’ মোডে চ্যাটজিপিটির আচরণ হবে উৎসাহী, কৌতূহলি ও জ্ঞানভিত্তিক।

পারসোনালিটি সুবিধা এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। ওপেনএআই জানিয়েছে, ধাপে ধাপে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। ব্যবহারকারীরা  চ্যাটজিপিটির প্রোফাইল আইকনে ক্লিক করে ‘কাস্টমাইজ চ্যাটজিপিটি’ অপশন থেকে সহজেই পারসোনালিটি সুবিধা চালু করতে পারবেন।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ন ল ট ব যবহ র

এছাড়াও পড়ুন:

অশোভন আচরণ, শিষ্টাচারবহির্ভূত বিরুদ্ধাচরণ কাম্য নয়: সৈয়দ এমরান সালেহ

আগামীকাল সোমবার ময়মনসিংহের টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি।

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে স্বাগত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ বলেছেন, ‘ময়মনসিংহ শান্তির জনপদ। এখানে রাজনৈতিক শিষ্টাচার মেনেই আমরা রাজনীতি করি। আশা করছি সব রাজনৈতিক দল সেই শান্তি বজায় রেখে নিজ নিজ কর্মসূচি পালন করবে। এতে অশোভন আচরণ, শিষ্টাচারবহির্ভূত বিরুদ্ধাচরণ, অশ্লীল মন্তব্য বা কুৎসা রটনা কাম্য নয়।’

আজ রোববার দুপুরে ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত অনুষ্ঠানের উদ্বোধন শেষে এমরান সালেহ সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের বুকের ভেতর থেকে ফ্যাসিবাদের জগদ্দল পাথর হয়তো এক বছর আগে নেমে গেছে। আমরা এখন মুক্তকণ্ঠে কথা বলতে পারছি। ৫ আগস্ট আমরা গণ–অভ্যুত্থানে বিজয় অর্জন করতে পেরেছি। কিন্তু সে অর্জন ছিল আংশিক। পরিপূর্ণ বিজয় তখনই হবে, যখন দেশে বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব এবং জনগণের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারব। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে পারব। এর মধ্য দিয়েই আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারব।’

সৈয়দ এমরান সালেহ আরও বলেন, ‘গত এক বছর একটা দীর্ঘ সময়। আমরা ভাবিনি এত সময় লেগে যাবে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই দেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই আমরা যে জনপ্রতিনিধিত্বশীল সংসদ পাব বা সরকার পাব, সেই সংসদ ও সরকারের মধ্য দিয়েই এই গণ–অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারব।’

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে নগরীর টাউন হল ও ধোপাখলা মোড় এলাকায় জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন বিএনপির নেতা–কর্মীরা।

মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নারীদের নিয়ে বারে ‘অগ্রহণযোগ্য’ আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
  • অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
  • টিনএজ সিনড্রোম: ভবিষ্যৎ প্রজন্মের এক নীরব সংকট
  • যে ৬টি সীমারেখা একজন পুরুষকে নারীর কাছে আকর্ষণীয় করে তোলে
  • নতুন ল্যাঙ্গুয়েজ মডেল আনছে ওপেনএআই
  • অশোভন আচরণ, শিষ্টাচারবহির্ভূত বিরুদ্ধাচরণ কাম্য নয়: সৈয়দ এমরান সালেহ