যশোরের অভয়নগর উপজেলায় ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে বুকসমান বালুতে পুঁতে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক দফায় চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ব্যবসায়ী শাহনেওয়াজের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ছয়জনের নাম–পরিচয় উল্লেখ করে অভয়নগর থানায় মামলা করেন।

এজাহারভুক্ত আসামি কামরুজ্জামান মিঠু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি অভয়নগরের নওয়াপাড়া মহিলা কলেজ গেট এলাকায়। তাঁকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্থগিত পদ) আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন দপ্তরী (সাময়িক বহিষ্কৃত), আসাদুজ্জামান জনির বাবা কামরুজ্জামান ও তাঁদের সহযোগী সৈকত হোসেন হীরা প্রমুখ।

আসমা খাতুন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গতকাল রোববার রাতে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছি। একজন আটকও হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হচ্ছে। যেকোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে বলা হয়েছে। তারপরও ভয়ে আছি। কারণ, মূল আসামি আসাদুজ্জামান জনি ফেসবুকে সক্রিয় থেকে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিচ্ছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারছে না।’

ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ৩১ জুলাই অভয়নগরের রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগও করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন।

মামলার এজাহার ও অভিযোগপত্রে আসমা খাতুন জানান, গত বছর ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তাঁর স্বামীকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্থগিত পদ) আসাদুজ্জামান জনি ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নিয়ে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা হাতিয়ে নেন। টাকা পেয়ে ওই দিন তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর গত বছর ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ব্যবসায়ী টিপু গ্রামের বাড়ি চলিশিয়া থেকে মোটরসাইকেলে করে নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে তাঁর পথ রোধ করে জোরপূর্বক বিএনপি নেতা আসাদুজ্জামান জনির কনা ইকোপার্কে নিয়ে যাওয়া হয়। এরপর টিপুর স্ত্রী সেখানে গেলে জনি, সাংবাদিক মফিজ উদ্দিন ও তাঁদের এক সহযোগী তাঁর ওপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করেন। এরপর তাঁরা শাহনেওয়াজ কবীরের বুকপর্যন্ত গর্ত খুঁড়ে বালুচাপা দিয়ে আরও দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। এ সময় ব্যবসায়ী টিপু বাধ্য হয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ফোন করে টাকা জোগাড় করে তাঁদের দেন। এরপর কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

সহযোগী সৈকত হোসেন হীরার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী কল ধরে বলেন, হীরা ঢাকায় গেছেন। চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ব যবস য় নওয় প ড় ব এনপ

এছাড়াও পড়ুন:

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার (৩ আগস্ট) বিকেলে রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে ভারতীয় একটি মোবাইল একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। যেটা আমার অপরিচিত নম্বর ছিল। তাই আমি গুরুত্ব দেইনি। পরে ওই নম্বর থেকে অনেকবার ফোন ও মেসেজ আসে। একপর্যায়ে আমি ফোন রিসিভ করে কে বলছেন- জানতে চাই। তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলে, মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা। আমি উত্তর দেই হ্যাঁ। আমি ওনাকে জিজ্ঞাসা করি, কে বলছেন? সে তখন উত্তর দেয়, আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব। এ কথা শুনে আমি ফোন কেটে দেই। বুঝতে পারি, তার উদ্দেশ্য ভালো নয়।’’

ওসি বলেন, ‘‘এরপর একাধিকবার সে আমাকে মেসেজ দিয়েছে, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’ , ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। আমি তখন তাকে মেসেজ দিয়ে জানালাম, পরিচয় দিয়ে মেসেজ দেবেন দয়া করে। এরপর সে মেসেজ দেয়, ‘দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।’’

আরো পড়ুন:

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি এ ঘটনায় থানায় জিডি করেছেন বলে জানান মোখলেছুর রহমান আকন্দ।

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে সোহান-সৌম‌্য-সাইফ
  • হামলার পর সাঁওতালপাড়া ফাঁকা
  • নড়াইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি
  • দমার চরের বিরল পানিকাটা
  • তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস
  • রাবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ
  • ‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি
  • লেগ সাইডে ৯ ফিল্ডার, অদ্ভুত এক ঘটনা দেখল ক্রিকেট বিশ্ব
  • ব্যবসায়ীকে বুকসমান বালুতে পুঁতে নির্যাতন, টাকা আদায়, অভিযোগ বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে