‎গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

জাগো নিউজের প্রতিনিধি ফারহান সাদিক বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ হত্যার যদি বিচার না হয়। জুলাই বিপ্লবের যে স্পিড, তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবু সাঈদের ক্যাম্পাস থেকে বলে দিতে চাই আমাদের শরীরে এখনো রক্ত আছে। আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। যথাযথ বিচার চাই, নইলে প্রতিটি ক্যাম্পাস থেকে আন্দোলনের ডাক দেব আমরা।”

‎দৈনিক আমার দেশের প্রতিনিধি ইমন আলী বলেন, “আমরা চাই, তুহিন হত্যার সুষ্ঠু বিচার যেন সম্পুর্ণ হয়, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিগত সময় বিভিন্নভাবে সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে। আমরা সব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক বলেন, “সরকারকে মত প্রকাশের বাধা, সাংবাদিককে হুমকির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে। যেখানে সাংবাদিকদের বিচার নিশ্চিত হবে।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক লিয়াকত আলী খান, মিজানুর রহমান, আবদুর রহিম, আকবর হোসেন, ফয়জুল ইসলাম, মো. ইদ্রিস প্রমুখ। সঞ্চালনা করেন এস এম নাসিম। এদিকে নোয়াখালী শহর ছাড়াও জেলার সোনাইমুড়ী, বেগমগঞ্জের চৌমুহনী এবং কবিরহাট উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালুর দাবি
  • কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
  • সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লায় মানববন্ধন
  • সাংবাদিক তুহিন হত্যা: বিচার চেয়ে শরীয়তপুর ও ঝিনাইদহে বিক্ষোভ
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি
  • গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
  • সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
  • তুহিন হত্যার বিচার চাইলেন ফরিদপুরের সাংবাদিকরা 
  • সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি