সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শুরুর দুর্দান্ত ছন্দ বজায় রাখতে ব্যর্থ হলো বাংলাদেশ। ভুটানকে শুরুর ম্যাচে ৩-১ গোলে হারালেও ফিরতি লড়াইয়ে ১-১ ড্র করতে বাধ্য হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ফলে শিরোপার পথ জটিল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ভুটান গোলরক্ষকের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান পুর্ণিমা মারমা। ঠাণ্ডা মাথায় তিনি লব শটে বল জালে জড়িয়ে দেন। গোল খাওয়ার পরপরই বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। সুরভী আকন্দ প্রীতি ও পুর্ণিমা মারমার শট একের পর এক ভুটানকে বিপদে ফেললেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় লাল-সবুজরা।

আরো পড়ুন:

নেপালের বিপক্ষে আবারও দুর্দান্ত জয় বাংলাদেশের মেয়েদের

নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

প্রথমার্ধের যোগ করা সময়ে হঠাৎই সমতায় ফেরে স্বাগতিকরা। লং পাস ধরে একক প্রচেষ্টায় গোল করেন চোরতেন জাংমো। বিরতির পর মামনি চাকমার দুর্দান্ত ড্রিবলিংয়ে গোলের সম্ভাবনা তৈরি হলেও ভুটান গোলরক্ষক সেভ করে দলকে রক্ষা করেন। এরপর বেশ কিছু সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত জয়হীনভাবেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো ১০ পয়েন্টে। তবে প্রতিযোগিতায় অপরাজিত ভারত চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আগামী রবিবার ভারতকে হারানোর পাশাপাশি তাদের নেপালের কাছে হারের প্রার্থনা করতে হবে বাংলাদেশকে। তবেই জেগে উঠবে শিরোপার সম্ভাবনা, অন্যথায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে লাল-সবুজদের।

অন্যদিকে, ভুটান এই ম্যাচ থেকে তাদের প্রথম পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টে খানিকটা স্বস্তি খুঁজে পেয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ফ চ য ম প য়নশ প ফ টবল

এছাড়াও পড়ুন:

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ্যুম

স্থপতি মেরিনা তাবাশ্যুম বলেছেন, প্রশংসা অনেক সময় মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এওয়ার্ড পেলে অনেক সময় মানুষের প্রশংসা কাজের বিঘ্ন ঘটায়।

তিনি বলেন, `আপনি যখন অ্যাওয়ার্ড পান মানুষ আপনাকে মাথায় তুলে ফেলে। আপনি নিজেকে ভাবতে থাকেন আমি কি না জানি কি হয়ে গেলাম। ওখান থেকে নিজেকে আবার মাটিতে নামানোটা একটা প্রসেস...নিজেকে মাটিতে গ্রাউন্ডেড করার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়।'

আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।

মেরিনা তাবাশ্যুম মনে করেন, অ্যাওয়ার্ড অনেক সময় মানুষের যোগ্যতা ধরে রাখতে সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, `অ্যাওয়ার্ড পেলে একটু প্রবলেমেটিক। সময় নষ্ট করে মানুষজন ডাকে, কথা বলতে চায়। বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য ইনভাইট করে।'

একজন স্থপতি হিসেবে মেরিনা তাবাশ্যুম সবসময় আশা নিয়ে কাজ করেন বলে জানান। তিনি বলেন, যারা স্থপতি, যত দুর্যোগই আসুক, তাঁদের আশা নিয়ে কাজ করতে হয়। তাই তিনি দিনের শুরুতে নেতিবাচক খবর পড়া থেকে বিরত থাকেন বলেও জানান।

সম্পর্কিত নিবন্ধ