দিঘলিয়ায় বিএনপির দু’ গ্রুগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি
Published: 19th, September 2025 GMT
খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের একইস্থানে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম স্থানীয় পথের বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন ‘‘পথের বাজারে একটি রাজনৈতিক দলের দুটি গ্রুপ কর্মসূচি আহ্বান করায় পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুরঘাট, চন্দনীমহল খেয়াঘাটসহ অন্যান্য স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে। এ কারণে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে।’’
আরো পড়ুন:
হাটহাজারীতে ১৪৪ ধারা জারি
ফাঁকা পড়ে আছে বিএনপির মঞ্চ, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা
তিনি আরো বলেন, ‘‘১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় সকল প্রকার সভা, সমাবেশ, পদযাত্রা, গণজমায়েত নিষিদ্ধ থাকবে। এই আদেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
কোনো প্রকার অপীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, সেজন্য দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আহবান করা হয়।
অপরদিকে, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক একই সময় একই স্থানে গণসংযোগ করার ঘোষণা দেন। এই ঘোষণাকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ১৪৪ ধারা জারি করে উল্লিখিত স্থানে সভা-সমাবেশ বা গণসংযোগ না করার আহ্বান জানিয়ে উভয় পক্ষকে স্থান ত্যাগ করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করে।
ওই এলাকায় যৌথ বাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ১৪৪ ধ র ব এনপ পথ র ব জ র শ ক রব র ১৪৪ ধ র ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
দিঘলিয়ায় বিএনপির দু’ গ্রুগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি
খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের একইস্থানে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম স্থানীয় পথের বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন ‘‘পথের বাজারে একটি রাজনৈতিক দলের দুটি গ্রুপ কর্মসূচি আহ্বান করায় পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুরঘাট, চন্দনীমহল খেয়াঘাটসহ অন্যান্য স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে। এ কারণে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে।’’
আরো পড়ুন:
হাটহাজারীতে ১৪৪ ধারা জারি
ফাঁকা পড়ে আছে বিএনপির মঞ্চ, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা
তিনি আরো বলেন, ‘‘১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় সকল প্রকার সভা, সমাবেশ, পদযাত্রা, গণজমায়েত নিষিদ্ধ থাকবে। এই আদেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
কোনো প্রকার অপীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, সেজন্য দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আহবান করা হয়।
অপরদিকে, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক একই সময় একই স্থানে গণসংযোগ করার ঘোষণা দেন। এই ঘোষণাকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ১৪৪ ধারা জারি করে উল্লিখিত স্থানে সভা-সমাবেশ বা গণসংযোগ না করার আহ্বান জানিয়ে উভয় পক্ষকে স্থান ত্যাগ করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করে।
ওই এলাকায় যৌথ বাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল