কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
Published: 20th, October 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগে। এ সময় চালক সড়কের ওপর গাড়ি থামিয়ে নেমে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পরে। উপস্থিত জনতা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে, সিলিন্ডার বিস্ফোরণের ভয়ে কেউ কাছে যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আরো পড়ুন:
এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা ইএবির
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘‘অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। এ ঘটনায় তদন্ত চলছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পূর্বাচলে গাড়ির প্রদর্শনী
২ / ১১৫০ বছরের বেশি পুরোনো ফক্সভাগেন গাড়ির সামনে ছবি তুলছেন প্রদর্শনীতে আসা দর্শক।