দি প্রিমিয়ার ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
Published: 13th, October 2025 GMT
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।
ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মো.
সভাপতির বক্তব্যে ডা. আরিফুর রহমান, ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে এই ব্যাংকের সঙ্গে থাকার কারণে আমানতকারী ও শেয়ারহোল্ডারদের প্রতি আমার দায়িত্ব অনেক বেশি। সুশাসন, জবাবদিহিতা ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকে একটি সুন্দর ও স্থিতিশীল অবস্থান গড়ে তোলাই নতুন পরিচালনা পর্ষদের প্রধান লক্ষ্য।”
সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং ব্যাংকের সবাইকে নিজস্ব কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে একযোগে কাজ করতে আহ্বান জানান।
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেবীগঞ্জে নিখোঁজের পরদিন বাড়ির পাশের নদ থেকে নারীর লাশ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের নদ থেকে সমিজা খাতুন (৩৭) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার শান্তিনগর এলাকাসংলগ্ন পাথরাজ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সমিজা খাতুন দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রায় বছর দশেক আগে বিয়ে হলেও বিয়ের কিছুদিন পর তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। এর পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে বাড়ির কাছে পাথরাজ নদের পাড়ে ছাগল বাঁধতে গিয়ে আর বাড়ি ফেরেননি সমিজা। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে ওই নদের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয় লোকজন। এ সময় ঘটনাস্থলে গিয়ে সমিজার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। নদের ধারে ছাগল বাঁধতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনেরা।
দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ওই নারীর লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।