বগুড়ায় দূরপাল্লার বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক বাসচালককে শাজাহানপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাতেই তাঁকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে গতকাল রাতেই ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে আটক করে হাইওয়ে পুলিশ। পরে রাত ১১টার দিকে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সোয়াইব হাসান ওরফে সাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার জয়ন্তীবাড়ী এলাকার বাসিন্দা। তিনি ‘আর কে ট্রাভেলস’ পরিবহনের বাসের চালক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াইব ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি ওই ছাত্রীকে একা বাসে আটকে রেখে ধর্ষণের চেষ্টা এবং জিম্মি করে রেখে তার বন্ধুর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবির কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই চালক ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে মেয়েটিও পুলিশ হেফাজতে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ধর্ষণ নয়, তাকে বাসের ভেতর ধর্ষণচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সুযোগ আছে। বাসচালক ও মেয়েটিকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনবগুড়ায় বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঢাকায় যাওয়ার পথে চালক আটক১৩ ঘণ্টা আগে

যদিও এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রী পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে বাসচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবকদের ভাষ্য পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ গতকাল রাতেই অভিযুক্ত বাসচালকে  আটক করে এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা–পুলিশের হেফাজতে দিয়েছে। মেয়েটির অভিভাবকদের ডাকা হয়েছে। তার একজন আত্মীয় থানায় এসেছেন। তাঁরা মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, অনেক দিন ধরেই পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচকে বড় উত্থান দেখা গেছে। তবে, দুপুর দেড়টার পর থেকে তা কমতে শুরু করে। একপর্যয়ে তা কমে নেতিবাচক অবস্থানে চলে আসে।

আরো পড়ুন:

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত 

বেক্সিমকোসহ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৩৬ পয়েন্ট কমে ৯২৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭২.৮৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

‎সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ