অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা
Published: 14th, October 2025 GMT
আদালত থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ কথা বলেন। অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া আগামীকাল বুধবার পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বলেও তিনি জানান।
আইন উপদেষ্টা বলেন, “অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে তিনি শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।”
তিনি বলেন, “আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।”
অ্যাটর্নি জেনারেল মো.
ঢাকা/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইন উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
কারণ ছাড়াই বাড়ছে ওয়েব কোটসের শেয়ারদর
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) ওয়েব কোটস পিএলসিকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।
গত ২২ সেপ্টেম্বর ওয়েব কোটসের শেয়ার দর ছিল ১২ টাকা। ৮ অক্টোবর লেনদেন শেষে ডিএসইর শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৯০ টাকায়। তবে, ১৩ অক্টাবর শেয়ার দর কিছুটা কমে দাঁড়ায় ১৩ টাকায়। কয়েক কার্যদিবসে ওয়েব কোটসের শেয়ার দর বেড়েছে ২.৯০ টাকা বা ১০.৩৪ শতাংশ।
এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে সিএসই কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/রফিক