ছাত্রদল প্যানেলের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী
Published: 14th, October 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন। তিনি প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি ছাত্রদল–সমর্থিত প্যানেলের একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুবুর রহমানের প্রতি সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। এখানে যাঁরা সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, তাঁরা সবাই যোগ্য। আমি যে কাজগুলো করতে পারতাম, সময় স্বল্পতার কারণে এখন আর করা সম্ভব হচ্ছে না। আমার বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন কারণে আমি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। আইয়ুবুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে আমি তাঁর পক্ষে কাজ করব। ছাত্রদলের পূর্ণ প্যানেলের প্রতিও আমার সমর্থন রইল।’
এই বিষয়ে জানতে চাইলে ছাত্রদল–সমর্থিত প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুবুর রহমান বলেন, ‘আনোয়ার হোসেন স্বেচ্ছায় আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি মনে করেছেন, তাঁর যে কাজগুলো করার ইচ্ছা, সেসব আমার মাধ্যমে বাস্তবায়ন হবে। যার কারণে আমাকে সমর্থন জানিয়েছেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সপ্তম চাকসু নির্বাচন হতে যাচ্ছে প্রায় তিন দশক পর। গতকাল সোমবার ছিল চাকসু নির্বাচনী প্রচারের শেষ দিন। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে হল সংসদ ও হল সংসদের নির্বাচন।
১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোট হবে। এরপর শুরু হবে গণনা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ৯
যুদ্ধবিরতি চুক্তির পরেও গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করছে ইসরায়েল। মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় শেজাইয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। এটি একটি মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজার ধ্বংসাবশেষের মধ্যে বাসস্থান অনুসন্ধানকারী বাসিন্দাদের উপর ইসরায়েলি ড্রোন গুলি চালানোর সময় পাঁচজন নিহত হয়েছে।
গাজা জরুরি পরিষেবার একটি সূত্র জানিয়েছে, জাবালিয়ার হালাওয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অজ্ঞাত সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন।
আল-জাজিরা স্থানীয় বরাত দিয়ে জানিয়েছে, উত্তর গাজাতেও ইসরায়েলি হামলায় চার জন নিহত হয়েছে। এখানে ধ্বংসাবশেষের মধ্যে বাসস্থান অনুসন্ধানকারী ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী পুনঃস্থাপন লাইনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনির উপর গুলি চালিয়েছে।
ঢাকা/শাহেদ