ফতুল্লায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুই পাচারকারী আটক
Published: 14th, October 2025 GMT
ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৮৫ লাখ ৫৯ হাজার টাকার অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ৬২০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ দুই পাচারকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। জব্দকৃত পণ্য ও ট্রাক ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নতুন পাবলিক অফার রুলসের খসড়া অনুমোদন বিএসইসির
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রস্তাবিত নতুন রুলসটিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করবে। পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক, ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে বলে মনে করে কমিশন।
আরো পড়ুন:
‘আইএফআইসি শ্রীপুর বন্ডের’ তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম তদন্তে বিএসইসি
কারণ ছাড়াই বাড়ছে ওয়েব কোটসের শেয়ারদর
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৭৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজকের কমিশন সভায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে বিদ্যমান ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিও’র চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। এছাড়াও প্রস্তাবিত নতুন রুলসটিতে আইপিও অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিসমূহে কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়দায়িত্ব ও ভূমিকার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে।
একইসঙ্গে এর মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইজিং এর উন্নয়ন হবে, যা ন্যায্য প্রাইজিং নিশ্চিত করবে। ন্যায্য প্রাইজিং নিশ্চিতের ফলে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলেই বিএসইসির প্রত্যাশা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা/এনটি/মেহেদী