বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি ইমন গ্রেপ্তার
Published: 14th, October 2025 GMT
বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক বিক্রেতা ইমন বন্দর উপজেলার ফনকুল এলাকার নান্নু মিয়া ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে ধৃততের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃত কারবারিকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টায় বন্দর থানার দাঁশেরগাও এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ডিএসইতে স্বাস্থ্য সচেতনতা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো ‘স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রেনিং একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজারে গতি ফেরাতে কার্যক্রম চলমান: অর্থ উপদেষ্টা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, “কর্মক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন কাজ মানসিক ও শারীরিক চাপের সঙ্গে সম্পৃক্ত, যা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। ব্যক্তিগতভাবে আমরা সবাই স্বাস্থ্য সচেতন হলেও ব্যস্ততার কারণে তা প্রায়ই উপেক্ষিত হয়। তাই এমন সচেতনতামূলক কর্মশালা আমাদের নতুনভাবে ভাবতে ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।”
তিনি বলেন, “ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের শারীরিক সুস্থতা রক্ষায় বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী এবং ভবিষ্যতে স্বাস্থ্যবান্ধব উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
কর্মশালায় ডিএসই’র ফিজিশিয়ান ডা. এফএম আরাফাত হাশমী স্বাস্থ্য সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা, স্ট্রেস ম্যানেজমেন্ট ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ঢাকা/এনটি/মেহেদী