ফুটবলের ‘এক গ্রেটকে নিয়ে অসাধারণ তথ্যচিত্র, যিনি গ্রেটেস্ট হতে পারতেন’—আইএমডিবিতে এক দর্শকের মন্তব্য। আবার লেটারবক্সডে এক দর্শকের ভিন্নমত, ‘তথ্যচিত্রটি রোনালদোর ব্যক্তিত্বে ডুব দিতে পারেনি, যতটা কাভার করেছে তাঁর ক্যারিয়ার।’

পরিচালক ও প্রযোজক ডানকান ম্যাকম্যাথ বার্সেলোনার সমর্থক। পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনা (২০০৮–২০১২) নিয়ে তাঁর তথ্যচিত্র ‘টেক দ্য বল, পাস দ্য বল’ (২০১৮) ভালো প্রশংসা কুড়িয়েছিল। এরপর তিনি মন দিলেন রোনালদোতে। ২০২১ সালে বানালেন ‘এল প্রেসিদেন্তে’—রোনালদোর ক্লাব রিয়াল ভায়াদোলিদ নিয়ে। পরের বছর বের করলেন ‘দ্য ফেনোমেনন’, যেখানে বিষয়বস্তু রোনালদো নিজেই।

আইএমডিবির সেই মন্তব্য যেমন সত্যি, তেমনি লেটারবক্সডের কথাটাও মানতে হয়। ডানকানের ‘দ্য ফেনোমেনন’-এ অনেকের শৈশবের নায়কের পুরো ক্যারিয়ার আছে। সাফল্য, ব্যর্থতা—সবই এসেছে যত্নের সঙ্গে। কিছু মুহূর্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক নষ্টালজিক, আবেগতাড়িত করে। প্রচুর ফুটেজও আছে। তবে নামের মতো করে রোনালদোর মনোজগতে আলো ফেলা হয়েছে খুব অল্পই।

রোনালদো নিজেই বলেছেন তাঁর ক্যারিয়ারের গল্প.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জীবনে রোনালদোর মতো ঘুরে দাঁড়াতে এই সিনেমাটা দেখতে পারেন

ফুটবলের ‘এক গ্রেটকে নিয়ে অসাধারণ তথ্যচিত্র, যিনি গ্রেটেস্ট হতে পারতেন’—আইএমডিবিতে এক দর্শকের মন্তব্য। আবার লেটারবক্সডে এক দর্শকের ভিন্নমত, ‘তথ্যচিত্রটি রোনালদোর ব্যক্তিত্বে ডুব দিতে পারেনি, যতটা কাভার করেছে তাঁর ক্যারিয়ার।’

পরিচালক ও প্রযোজক ডানকান ম্যাকম্যাথ বার্সেলোনার সমর্থক। পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনা (২০০৮–২০১২) নিয়ে তাঁর তথ্যচিত্র ‘টেক দ্য বল, পাস দ্য বল’ (২০১৮) ভালো প্রশংসা কুড়িয়েছিল। এরপর তিনি মন দিলেন রোনালদোতে। ২০২১ সালে বানালেন ‘এল প্রেসিদেন্তে’—রোনালদোর ক্লাব রিয়াল ভায়াদোলিদ নিয়ে। পরের বছর বের করলেন ‘দ্য ফেনোমেনন’, যেখানে বিষয়বস্তু রোনালদো নিজেই।

আইএমডিবির সেই মন্তব্য যেমন সত্যি, তেমনি লেটারবক্সডের কথাটাও মানতে হয়। ডানকানের ‘দ্য ফেনোমেনন’-এ অনেকের শৈশবের নায়কের পুরো ক্যারিয়ার আছে। সাফল্য, ব্যর্থতা—সবই এসেছে যত্নের সঙ্গে। কিছু মুহূর্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক নষ্টালজিক, আবেগতাড়িত করে। প্রচুর ফুটেজও আছে। তবে নামের মতো করে রোনালদোর মনোজগতে আলো ফেলা হয়েছে খুব অল্পই।

রোনালদো নিজেই বলেছেন তাঁর ক্যারিয়ারের গল্প

সম্পর্কিত নিবন্ধ