কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর জেলা কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি শুধুমাত্র একটি দাবিই নয় এটি সমাজে ন্যায়বিচার ও ৩১ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ছাত্র সমাবেশ ও র‌্যালি সফল করার লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান খান রিচার্ড। সভার শুরতে লড়াই সংগ্রামের সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মশিউর রহমান খান রিচার্ড বলেন, এ আন্দোলন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরীর প্রথম ধাক্কা। এ ধাক্কায় যাদের জীবন গেছে,যারা এখনো মৃত্যুর সাথে লড়ছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত না হলে এ আকাঙ্ক্ষা বাস্তবে রুপ নেবে না।

জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ  তালিকা,আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি শুধুমাত্র একটি দাবিই নয় বরং এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। এই দাবি বাস্তবায়নে ছাত্রদের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার জন্য এবং ৩১ জানুয়ারির ছাত্র সমাবেশ ও র‌্যালী সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এই আন্দোলনে যাদের আত্মত্যাগের ফলে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং ১৬ বছরের ফ্যাসিবাদীর পতন ঘটেছে, আমাদের উচিৎ সেসকল  আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা।

নতুবা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কখনোই সম্ভব না! আমরা দেখবো অভ্যুত্থানের পর ৫ মাস অতিক্রম হয়ে গেলেও এখনো এই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি! শহীদ পরিবারকে এখনো নানান দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

আমরা দেখবো শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা অঞ্চলগুলোতে যেই স্মৃতিস্মারক নির্মান করার কথা বলে আসছি তার কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না! আমরা আরো জোড় দাবি জানিয়ে আসছি আহতদের সুচিকিৎসা এবং পূণর্বাসন নিশ্চিত করার। এবং আন্দোলনে গণহত্যার সাথে জড়িত সকল সরকারী, প্রশাসনিক ব্যক্তিসহ সকল দোষীদের যথাযথ বিচারের আওতায় আনা।

আমরা দেখবো, এই ৫ মাসেও এই দাবীগুলোর কোনো যথাযথ দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না! অতএব, আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে ৩১ জানুয়ারীর মহা ছাত্রসমাবেশের মধ্য দিয়ে এই বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে স্পষ্টভাবে হুশিয়ার করতে চাই।

আমরা বলতে চাই, অভ্যুত্থানের পক্ষের সরকার হিসেবে তাদের প্রধান কাজগুলো এগুলোই হওয়ার কথা ছিলো যা বাস্তবায়নে তারা এখনো অবদি অক্ষম হয়েছে। ফলে দ্রুততম সময়ে যদি তারা এসকল কাজের বাস্তবায়ন করতে না পারে তাহলে তারাও অভ্যুত্থানের বিপক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দেশের মানুষের সামনে উপস্থাপন করবে। 

ফলে আগামী ৩১ তারিখের এই ছাত্রসমাবেশ অভ্যুত্থানের পক্ষের সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি সৌরভ সেন,সহ সাধারণ সম্পাদক ইউশা ইসলাম,সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষক সম্পাদক মুক্ত শেখ,কার্যকরি সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল আহাদ,সদস্য ইসরাত জাহান মীম,তাহমিদ আনোয়ার, জয়ন্ত সরকার, তোলরাম কলেজের সংগঠক রাইসা ইসলাম,মুন্নি আক্তার প্রত্যাশা, সিয়াম হোসেন তপু, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান,যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন,সদস্য রাকিব, সরকারি কদম রসুল কলেজের সংগঠক অনামিকা চৌধুরি,আরাফ হোসাইন সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল উপস থ ত আহতদ র সদস য সরক র

এছাড়াও পড়ুন:

মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনার হৃদয় বিদারক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৩১ জুলাই বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট জিমখানা মোড় এলাকায় মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহাম্মেদ এর নির্দেশনায় এ দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এদেশে বিগত ১৭ বছর কি হয়েছে আপনারা জানেন। বাংলাদেশের মালিকানা ছিলো শেখ হাসিনার বেনেটি ব্যাগের ভিতরে। গত ১৬ বছর বাংলাদেশের কোন মালিকানা ছিলো না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো হাসিনা সরকার।

২৪শের ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষকে নিজের হুকুমে গুলি করে হত্যা করিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার হুকুমে হাজার হাজার ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়ে ও গুলি করে হত্যা করে সরকারি বাহিনী। এরপর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ড. মো. ইউনুস সাহেব বাংলাদেশের জনগণ আপনাকে অনেক সম্মান করে। আপনি এই সম্মান ধরে রাখুন। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচন দুরে সরাবেন না। কোন দলের প্ররোচনায় পড়ে নির্বাচনকে প্রভাবিত করে কালক্ষেপণ দেরি করবেন না। তাহলে দেশে আবার ফ্যাসিষ্ট শেখ হাসিনা পূর্ণবাসিত হতে পারে।

আর এই বিষয়ে  যদি কোন অরাজকতা সৃষ্টি হয় তাহলে তার দায় বার ইউনুস সাহেব আপনাকে নিতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবেনা। শেখ হাসিনাকে আবারও পূর্নবাসনের জন্য পায়তারা চলছে তা কোন ভাবেই সফল হতে দেয়া যাবে না।

পরিশেষে আহবান জানাই বিমান দূৃর্ঘটনায় নিহততের পরিবারকে ৫ কোটি করে ক্ষতি পূরন দিতে হবে বলে দাবী জানাই। তাছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ আমাদের নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.  হাসান আহাম্মেদ এর আশু রোগ মুক্তি সহ দ্রুত সুস্থতা কামনায় করি।

সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর বেপারী, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতী, মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক আর. আহামেদ মনির, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ১৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইসমাইল, সদস্য স্বপন, মো. মোশাররফ, মো. রাসেল, মো. সবুজ, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক পারভেজ, যুবদল নেতা মো. হারুন, মো. খোরশেদ, মো. ফয়সাল, মো. রনি, ব্লগার বাপ্পি, মেজর সুমন প্রমুখ।

আলোচনা ও মত বিনিময় সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন, মাওলানা মো. আমান উল্লাহ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহাম্মেদ এর আশু রোগ মুক্তি কামনা সহ দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
  • হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
  • মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • ৯ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ, জনভোগান্তি চরমে
  • জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ 
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
  • গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি রেজাউল করীমের