বিআইডব্লিউটিএ’র উদ্যোগে শীতলক্ষ্যার তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ
Published: 21st, January 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ'র উদ্যোগে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। ইকোপার্কে যাতায়াতের জন্য চলছে সড়ক নির্মাণের কার্যক্রম।
মঙ্গলবার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন, উপ পরিচালক মোবারক হোসেন মজুমদারসহ কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ'র উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে পৌনে ২ একর জমিতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলদাররা মামলা করে নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টি করেছিল।
সড়ক নির্মাণকাজেও বাধা দিয়েছিল। এলাকাবাসীর সহযোগিতায় সকল বাধা নিরসন করে সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কটি নির্মাণ কাজ শেষ হলে ইকোপার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন জানান, ইকোপার্কে দর্শনার্থীদের বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। ইকোপার্কে বসে শীতলক্ষ্যা তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ শ তলক ষ য ন র য়ণগঞ জ সড়ক ন র ম ণ
এছাড়াও পড়ুন:
নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা লক্ষ্য করি নির্বাচন এলেই একটি রাজনৈতিক দল তারা রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়।
যারা ফিৎনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। রাজনৈতিক কারণে কেউ বক্তব্য দিতেই পারে, সেটাকে স্বাগত জানাই।
তবে কেউ যেন আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে বয়ান করার যোগ্যতা আমার নেই। আমি এখানে এসেছি বিশিষ্ট আলেম যারা এখানে এসেছেন তাদের বক্তব্য শোনার জন্য। যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেনা তারা এখানে আছে।
যারা দীনকে আগে এবং দুনিয়াকে পরে মনে করেন, তারাই এখানে আছেন। একারণে আমি এখানে এসেছি। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি। আমরা আমাদের নবীর (সাঃ) ইসলামকে বিশ্বাস করি। আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না।
তিনি বলেন, হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল, মুসলিম বিদ্বেষী ছিল। তারা আলেমদের নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে আমরা তার সাক্ষী।
আমরা যেন এমন ভাবে রাজনীতি করি যার মাধ্যমে আওয়ামী অপরাজনীতি বিলুপ্ত হয়। বাংলাদেশে আদর্শিক রাজনীতি কয়েম করবো আমরা।
জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির জুনায়েদ আল হাবীব আল, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানসহ হেফাজতে ইসলাম ও বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।