ফাহিমের ফাইফারে ১১৬ রানেই অলআউট সিলেট
Published: 26th, January 2025 GMT
জিতলেই প্লে-অফ নিশ্চিত, এমন সমীকরণে দুপুরে টসে হেরে ফিল্ডিংয়ে নামে ফরচুন বরিশাল। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। বরিশালের বোলারদের তোপে তাদের ইনিংস থেমে যায় মাত্র ১১৬ রানে।
সিলেটের ইনিংসের শুরুটাই ছিল হতাশাজনক। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানে জর্জ মুনসের উইকেট হারিয়ে তারা চাপে পড়ে। পাওয়ার-প্লেতে ৩৪ রান তুলতে গিয়েও টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারায় সিলেট। জর্জ মুনসে, রনি তালুকদার, জাকির হাসান ও কাদিম এলেইনের মধ্যে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাদিম ফিরেছেন কোনও রান না করেই।
নাহিদুল ইসলামও মাত্র ৮ রান করে আউট হন ফাহিম আশরাফের বলেই। পঞ্চাশের আগেই সিলেট ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর আহসান ভাট্টি এবং জাকের আলীর ব্যাটে কিছুটা রান সংগ্রহ করে সিলেট একশ পেরিয়ে যায়। তবে তারা শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয়ে যায়, ১১ বল আগেই ইনিংস শেষ হয়।
বরিশালের পক্ষে ফাহিম আশরাফ নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবি ও জেমস ফুলার দুটি করে উইকেট শিকার করেছেন। রিশাদ হোসেনও এক উইকেট নেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন