জিতলেই প্লে-অফ নিশ্চিত, এমন সমীকরণে দুপুরে টসে হেরে ফিল্ডিংয়ে নামে ফরচুন বরিশাল। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। বরিশালের বোলারদের তোপে তাদের ইনিংস থেমে যায় মাত্র ১১৬ রানে। 

সিলেটের ইনিংসের শুরুটাই ছিল হতাশাজনক। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানে জর্জ মুনসের উইকেট হারিয়ে তারা চাপে পড়ে। পাওয়ার-প্লেতে ৩৪ রান তুলতে গিয়েও টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারায় সিলেট। জর্জ মুনসে, রনি তালুকদার, জাকির হাসান ও কাদিম এলেইনের মধ্যে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাদিম ফিরেছেন কোনও রান না করেই। 

নাহিদুল ইসলামও মাত্র ৮ রান করে আউট হন ফাহিম আশরাফের বলেই। পঞ্চাশের আগেই সিলেট ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর আহসান ভাট্টি এবং জাকের আলীর ব্যাটে কিছুটা রান সংগ্রহ করে সিলেট একশ পেরিয়ে যায়। তবে তারা শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয়ে যায়, ১১ বল আগেই ইনিংস শেষ হয়।

বরিশালের পক্ষে ফাহিম আশরাফ নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবি ও জেমস ফুলার দুটি করে উইকেট শিকার করেছেন। রিশাদ হোসেনও এক উইকেট নেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন