ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগস্থলে হামলা করেছেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের হস্তক্ষেপে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করলেও তাঁর বহরের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার একটি সমকাল পত্রিকার, অন্যটি ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে গণসংযোগের উদ্দেশ্যে পরমানন্দপুর বাজারে যান এ কে আজাদ। তিনি পরমানন্দপুর বাজারসংলগ্ন মসজিতে আসরের নামাজ আদায় করে বাজার এলাকায় গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি নান্নু মোল্লার নেতৃত্বে একটি মিছিল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা এ কে আজাদকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মিছিলকারীরা একপর্যায়ে এ কে আজাদকে ঘিরে ফেলার চেষ্টা করেন। তখন তাঁর নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে ঘিরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশের অনুরোধে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করার সিদ্ধান্ত নেন। বিকেল সোয়া পাঁচটার দিকে পরমানন্দপুর মাঠে অবস্থান নেওয়া এ কে আজাদের গাড়িবহর পুলিশের পাহারায় একে একে ঘটনাস্থল ত্যাগ করে। তবে শেষের দুটি গাড়িতে আখ দিয়ে আঘাত করে কাচ ভাঙচুর করেন যুবদলের নেতা-কর্মীরা।

এ বিষয়ে এ কে আজাদ প্রথম আলোকে বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁর জানা নেই। গত নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থী শামীম হকও তাঁর সঙ্গে এমন আচরণ করেননি। নায়াব ইউসুফের (ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক) কাছ থেকে এমন আচরণ এলাকাবাসী প্রত্যাশা করেননি। এসব ঘটনা রাজনৈতিক সংকটকে ঘনীভূত করবে। তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

জানতে চাইলে নায়াব ইউসুফ বলেন, ‘এ কে আজাদ আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন, তার কোনো ভিত্তি নেই। তিনি উদ্দেশ্যমূলকভাবে এসব কথা বলছেন, যাতে আমার ক্ষতি হয়। আমি আমার নেতা-কর্মীদের দৃঢ়তার সঙ্গে বলেছি এ–জাতীয় কোনো কাজ না করতে।’ তিনি বলেন, তাঁর (এ কে আজাদ) বহরের সঙ্গে আওয়ামী লীগের পদধারী নেতারা থাকেন। তাঁদের দেখে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে থাকতে পারে।

অন্যদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ফরিদপুর সদর উপজেলার কোনো ইউনিয়নে যুবদলের কমিটি নেই। পরমানন্দপুরে আমার কোনো লোক এ ঘটনা ঘটায়নি।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আসাদউজ্জামান প্রথম আলোকে বলেন, পরমানন্দপুরে আজ হাটের দিন ছিল। এ কে আজাদ সেখানে গণসংযোগ করতে গিয়েছিলেন। অন্যদিকে যুবদলের লোকজনও গণসংযোগ করছিলেন। একসময় দুই পক্ষ মুখোমুখি অবস্থায় চলে গেলে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে এ কে আজাদের গাড়িবহরকে নির্বিঘ্নে পার করে দেয়। যে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার একটি সমকাল পত্রিকার, অন্যটি ডিবি পুলিশের।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজ দ র গ গণস য গ য বদল র য গ কর এ ঘটন

এছাড়াও পড়ুন:

সারকোজির কারাবাস শুরু মঙ্গলবার, বই লিখবেন কারাগারে

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কারাবাস শুরু হচ্ছে মঙ্গলবার। প্যারিসের একটি কারাগারে পাঁচ বছরের কারা ভোগ করতে হবে তাঁকে। কারাগারে যাওয়ার আগে সারকোজি বলেছেন, তিনি ‘ভীত নন’। আর কারাগারে থাকার সময় বই লিখবেন বলেও জানিয়েছেন তিনি।

‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর ৭০ বছর বয়সী নিকোলা সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন প্যারিসের আদালত। যুদ্ধ-পরবর্তী ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত কোনো দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কারাগারে যাচ্ছেন তিনি।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁকে নির্বাচন করার জন্য অর্থ দিয়েছিলেন লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি। যদিও সারকোজি নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে আসছেন।

প্যারিসের লা সান্তে নামের একটি কারাগারে নেওয়া হবে সারকোজিকে। এর আগে গতকাল রোববার তিনি ফরাসি সংবাদমাধ্যম লা ত্রিব্যুন দিমঁশকে বলেছেন, ‘কারাগার নিয়ে ভীত নই। সান্তের ফটকেও আমি মাথা উঁচু করেই ঢুকব।’ কারাগারে বিশেষ সুবিধাও চান না বলে জানিয়েছেন।

সারকোজি লা ত্রিব্যুন দিমঁশকে বলেন, কারাগারে থাকার সময় কোনো অভিযোগ অথবা কারও সহানুভূতি নিতে চান না তিনি। তাঁকে উদ্ধৃত করে পত্রিকাটি আরও বলেছে, কারাগারে থাকার সময়টি একটি বই লেখার কাজে ব্যয়ের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

সম্পর্কিত নিবন্ধ