নতুন একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। ‘এক জনমে হাজার মরণ’ শিরোনামে ফোক ফিউশন ধারার গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। অদিত ফিচারিং পূজার নতুন এই গানটি আগামী ৫ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।

পূজা বলেন, ‘গানটির গায়কীতে বেশ নতুনত্ব আছে। দর্শক এই সময়ে যে ধরনের গান শুনতে চান এটি তেমনই। ফোক গান আগেও গেয়েছি। কিন্তু এ ধরনের ফোক ফিউশন গাওয়া হয়নি। ভিডিওতেও একেবারে অন্যরকমভাবে আমাকে পাওয়া যাবে। কয়েক দিন আগে এফডিসিতে গানটির ভিডিওর শুটিং হয়েছে। গানটি আমার জন্য বিশেষ একটা গান। আশা করি, শ্রোতারা গানটা পছন্দ করবেন।’

সম্প্রতি কাজী শুভ-পূজার ‘যেদিন আমি থাকব না’ শিরোনামে দ্বৈত গান প্রকাশিত হয়েছে। এই গানটিও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। এ ছাড়া নতুন আরও কিছু গানের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন পূজা। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ