রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি শাহজাহান
Published: 29th, January 2025 GMT
রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। একইসঙ্গে বাসুদেব বনিককে পুলিশ সদরদপ্তরে টিআর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেন। এতে বলা হয়, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিককে পুলিশ সদরদপ্তরে টিআর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা