মার্কিন সরকারের নতুন শুল্কনীতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কানাডা, মেক্সিকো এবং চীন ট্রাম্প প্রশাসনের নতুন নীতির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইতোমধ্যে। মেক্সিকো ও কানাডার জন্য ২৫ শতাংশ এবং চীনের পণ্যের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৮ সালেও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করেছেন তিনি। চীনা পণ্যে ২৫ শতাংশ কর বসিয়েছিলেন। সেবারও চীন পাল্টা ২৫ শতাংশ করা বসিয়েছে আমেরিকান পণ্যে। সমানে সমান। এবার শুধু চীন নয়। দুই প্রতিবেশী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও এ তালিকায় আনছেন ট্রাম্প। ফলে বিশ্বের পরাশক্তির সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে তা কঠিন সমীকরণের বিষয়। 


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউম ও চীনের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থার হুমকি দিলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতোমধ্যে ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছেন। তাৎক্ষণিকভাবে ৩০ বিলিয়ন ডলারের ওপর শুল্ক কার্যকর হলেও বাকি ১২৫ বিলিয়ন ডলারের মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে।
বিশ্বের অনেক বড় ক্রেতা আটলান্টিক পারের দেশটি। আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ অনেক। ২০২১ সালে দেশটির আমদানি ও রপ্তানির ব্যবধান ছিল আট লাখ ৮৪ হাজার ৭০ মিলিয়ন ডলার। ২০২২ সালে ৯ লাখ ৪৪ হাজার ৭৬২ ডলার। ২০২৩ সালে ৭ লাখ ৮৪ হাজার ৮৯০ ডলার। ২০২৩ সালে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে ৩ দশমিক শূন্য ৭ ট্রিলিয়ন ডলারের পণ্য ও সেবা; যার বিপরীতে তারা আমদানি করেছে তিন দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলারের। সেবা ও সার্ভিসে আমেরিকা এগিয়ে থাকলেও পণ্যের (গুডস) জন্য নির্ভরশীল থাকতে হয় অন্যান্য দেশের ওপর। আমদানি পণ্যের ৪০ শতাংশের যোগান দেয় চীন, কানাডা ও মেক্সিকো। এই সময়ে চীন, ব্রাজিল, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও ব্রিকসের অন্যান্য দেশে প্রায় ২৯৫ বিলিয়ন ডলারের পণ্য জোগান দেয়। এসব দেশ থেকে আমদানি করা হয় প্রায় ৬৫০ বিলিয়ন ডলারের পণ্য। ২০২৩ সালের চীনের রপ্তানি তথ্যের হিসাবে আমেরিকা তাদের তৃতীয় শীর্ষ রপ্তানি বাজার। তবুও পরস্পরের মধ্যে চলছে পাল্টাপাল্টি শুল্ক আরোপ যুদ্ধ!


অল্প কিছুদিন আগে পুরো বিশ্ব একটি মহামারি মোকাবিলা করেছে। করোনা মহামারির ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের অনেক দেশ। ভেঙে পড়া অর্থনীতির মেরুদণ্ড সোজা করতে শুরু করার দেশগুলোর জন্য ব্যাপক ভোগান্তি অপেক্ষা করছে এই নতুন বাণিজ্য যুদ্ধের দামামায়। তার ওপর মধ্যপ্রাচ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষত বহন করতে হচ্ছে পুরো বিশ্বকে। চলমান এবং নিকট অতীতের দগদগে ক্ষতগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হলে ফসল উৎপাদনকারী দেশগুলো নিজেদের চাহিদার বাইরে আর উৎপাদন করবে না। বাণিজ্য বিপণন সংকোচনের কারণে উৎপাদনকারী দেশগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভোক্তা দেশগুলোর গ্রাহকদের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাবে। শুল্কবৃদ্ধি করে উৎপাদিত পণ্যের বাজার সংকুচিত করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকেও সংকটের মুখোমুখি দাঁড় করাচ্ছে কিনা তাও ভাবনার বিষয়। 
ভোক্তা, ব্যবসায়ী এবং উৎপাদনকারী তিন পক্ষের ব্যাপক ক্ষতির শুধু আশঙ্কা নয়, নিশ্চয়তাই হচ্ছে বৈশ্বিক বাণিজ্যিক যুদ্ধ।


সর্বশেষ বাণিজ্য যুদ্ধ ধরা হয় ২০১৮ সালে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ২৫ শতাংশ শুল্ক আরোপকে। চীনা পণ্যের ওপর ৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। জবাবে চীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৪৫টি পণ্যের ওপর একই হারে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে; যার আর্থিক পরিমাণ প্রায় ৩ হাজার ৪০০ কোটি ডলার ছিল। তখনকার বাণিজ্য যুদ্ধে পশ্চিমা বিশ্বে জিন্স, মোবাইল ফোন, ছাতা, খেলনা, নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি সামগ্রী এমনকি যৌন সামগ্রীর দামও বেড়ে যায় হুহু করে। প্রভাব পড়ে বিশ্বের অপরাপর দেশগুলোর ওপরও। এবারের মার্কিন শুল্কের চাপ যেহেতু শুধু চীন নয় মেক্সিকো এবং কানাডার ওপরও দেওয়া হয়েছে তাই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত এবং ভিয়েতনামের জন্য বাণিজ্যে প্রবৃদ্ধির সম্ভাবনার দরজা খুলতে পারে। এ দেশগুলোর বিপণন ঝুড়িতে যেসব সামগ্রী রয়েছে তার বেশির ভাগই যুক্তরাষ্ট্র আমদানি করত চীন থেকে। কারণ যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী এরা জোগান নিশ্চিত করতে পারে না। 

বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্তমান বিশ্বের অর্থনৈতিক দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্টের নতুন নীতিতে যুক্ত হয়েছে মেক্সিকো, কানাডা আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। পুরোনো বাণিজ্যিক বৈরিতার পাশাপাশি চীনের সঙ্গে দ্বন্দ্বকে নতুন মেয়াদে দায়িত্ব নিয়েই আরও এক ধাপ উস্কে দিলেন ট্রাম্প। পুরো বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা দুনিয়ার জন্য কতটা বিপর্যয় ডেকে আনবে তা কেবল সময় বলতে পারে। 


প্রথম বিশ্বযুদ্ধকে বিশ্বায়নের ধস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বিশ্বায়নের পুনরুত্থান দাবি করা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বনেতাদের আন্তরিক এবং সম্মিলিত প্রচেষ্টার ফলে বিশ্ব বাণিজ্যের বাধাগুলো পুরোপুরি দূর করা না গেলেও চেষ্টা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের বাধাগুলো কমে আসতে শুরু করে। 
১৯৮৬-১৯৯৪ সালে উরুগুয়ে সম্মেলনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও; যার মূল লক্ষ্য ছিল বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য সমান ক্ষেত্র প্রস্তুত করা। বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে বিশ্ব বাণিজ্যের প্রসার; মুক্ত বাণিজ্যের প্রসার; বাণিজ্যের অশুল্ক বাধাগুলো দূর করা; বাণিজ্য বাধা দূর করা; এবং বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করা–এ পাঁচটি বিষয়কে উল্লেখ করলেও মার্কিন প্রশাসনের এই নতুন শুল্ক নীতিতে কী করতে পারবে তা দেখার অপক্ষা করতে হবে। খুব বেশি কিছু করতে পারবে এমনটা আশা করাটাও বোকামি হতে পারে। তবুও আশা করতে দোষ নেই। প্রত্যাশা মানুষকে নিয়ে, মানুষের জন্য চলমান থাকুক মানবিক অর্থনীতির চাকা।


মো: আবু সাঈদ: ফ্রিল্যান্স সাংবাদিক

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ শ ল ক আর প আম র ক র জন য দ র কর আমদ ন উৎপ দ

এছাড়াও পড়ুন:

৭৮০ কোটি টাকা মুনাফা করেছে পূবালী ব্যাংক

বেসরকারি খাতের পূবালী ব্যাংক ২ হাজার কোটি টাকার রেকর্ড পরিচালন মুনাফা করলেও বছর শেষে ব্যাংকটির নিট মুনাফা হাজার কোটি টাকা ছাড়ায়নি। গত বছর শেষে পূবালী ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটি নিট মুনাফা করেছিল ৬৯৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৮২ কোটি টাকা বা প্রায় ১২ শতাংশ বেড়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি গত বছরের জন্য লভ্যাংশও অনুমোদন করা হয় গতকালের এই সভায়। গত বছরের জন্য ব্যাংকটি ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৩ সালেও ব্যাংকটি একই হারে শেয়ারধারীদের লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালে পূবালী ব্যাংক ঋণের সুদ থেকে ১ হাজার ৫১৩ কোটি টাকা আয় করেছে। বিনিয়োগ, কমিশন, মুদ্রা বিনিময় ও ব্রোকারেজ থেকে আয় করেছে ২ হাজার ৭২১ কোটি টাকা। তাতে সব মিলিয়ে আয় হয় ৪ হাজার ২৩৫ কোটি টাকা। বিদায়ী বছরে বেতন-ভাতাসহ নানা খাতে খরচ হয় ১ হাজার ৯৩৩ কোটি টাকা। ফলে পরিচালন মুনাফা হয় ২ হাজার ৩০১ কোটি টাকা। ব্যাংকটি বিদায়ী বছরে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করে ৯৬১ কোটি টাকা। এরপর কর পরিশোধের পর নিট বা প্রকৃত মুনাফা হয় ৭৮০ কোটি টাকা।

জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতের কথা বিবেচনায় আমরা চাহিদার বেশি নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করেছি। বাংলাদেশ ব্যাংক এই পরামর্শ দিয়েছে। খেলাপির তুলনায় বেশি সঞ্চিতি রাখার মাধ্যমে ব্যাংকটির ভিত্তি মজবুত করা হয়েছে।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালে পূবালী ব্যাংকের আমানত বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫২৩ কোটি টাকা। এ সময়ে ঋণ বেড়ে দাঁড়ায় ৬২ হাজার ৯২৫ কোটি টাকা। আর খেলাপি ঋণের হার কমে নেমে এসেছে ২ দশমিক ৬৭ শতাংশে। ব্যাংকটির পরিশোধিত মূলধন এখন ১ হাজার ১৫৬ কোটি টাকা। আর কর্মীর সংখ্যা ১০ হাজার ৬৭৮। সারা দেশে ৫০৮টি শাখা ও ২২৭টি উপশাখা রয়েছে ব্যাংকটির। বর্তমানে বেসরকারি খাতে সবচেয়ে বেশি নেটওয়ার্ক পূবালী ব্যাংকের।

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • শক্তিশালী ব্যালান্স শিট প্রবৃদ্ধিসহ ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য সাফল্য
  • ২০২৪ সালে রেকর্ড হারে বেড়েছে বিশ্বের সামরিক ব্যয়: সিপ্রির প্রতিবেদন
  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পদাবনতি, দুই শিক্ষার্থীকে বহিষ্কার
  • ৭৮০ কোটি টাকা মুনাফা করেছে পূবালী ব্যাংক
  • দুই বছর ধরে ঝুলছে যুবলীগ নেতা জামাল হত্যা মামলার তদন্ত
  • নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জবি শাখার ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
  • সড়কের কাজ ফেলে রেখে উধাও ঠিকাদার, দুর্ভোগে অর্ধলাখ বাসিন্দা
  • তালেবান সরকার কেন ভারতের দিকে ঝুঁকছে