দেখে মনে হতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তামিম ইকবাল! তবে বিষয়টি তা নয়। আসন্ন প্রতিযোগিতার আগে পুরনো সতীর্থদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে অবস্থান করছেন দেশের অন্যতম সফল এই ওপেনার। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন তিনি।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে লেখেন, 'আশাকরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা।' ছবিতে আরও ছিলেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।

দুবাইয়ে তামিমের নিয়মিত যাতায়াত থাকলেও এবার সফরের উপলক্ষ ভিন্ন। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হয়তো গ্যালারিতে বসে উপভোগ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই, তবে মাঠের বাইরে থেকে দলকে অনুপ্রাণিত করতে পারেন দেশসেরা এই ব্যাটার।

চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বিকেল ৩টায় দুবাইয়ে শুরু হবে লাল-সবুজের দলের অভিযান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী, 'সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি না। আমরা যদি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, যেকোনো দলকে হারানো সম্ভব।'

ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের জয় ৩২টি, বাংলাদেশের ৮টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বশেষ পরাজয় ২০০৭ বিশ্বকাপে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। এবারও বড় কিছু করার লক্ষ্যে মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ