গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানা বিক্রি করে দেওয়ার গুজবে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তারা সড়ক থেকে সরে যান।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কারওয়ান বাজার এলাকার টু-পাস নামে পোশাক কারখানার শ্রমিকরা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। এ সময় ব্যস্ত এ সড়কের দু’দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিকেল ৫টার দিকে তারা সড়ক থেকে সরে যান।
শ্রমিকরা জানান, ওসমান গ্রুপের টু-পাস কারখানায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত। হঠাৎ করেই তারা খবর পান চায়না কোনো মালিকের কাছে কারখানাটি বিক্রি করে ফেলেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকদের কারখানায় ঢুকতেও দেওয়া হচ্ছিল না। আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি নিয়ে তারা আন্দোলনে নামেন। আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন।
শ্রমিকরা বলেন, কারখানায় চীনা নাগরিকদের কর্মকর্তা হিসেবে দায়িত্বশীল জায়গায় বসানো হয়েছে। মালপত্র সরিয়েও নেওয়া হচ্ছে। এতে তারা অনিশ্চয়তায় পড়েন। তাই শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ৩ মাস ১৩ দিনের মূল বেতনসহ অন্যান্য সব পাওনা আদায়ের দাবি নিয়ে তারা সড়কে নামেন।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শফিকুল ইসলাম রোকন বলেন, কারখানা বিক্রি করা হয়নি। চায়না মালিকের সঙ্গে যৌথ ব্যবসার চুক্তি হয়েছে। এতে শ্রমিকদের কোনো সমস্যা নেই। শ্রমিকদের কোনো বেতন ভাতাও বকেয়া নেই। তিনি বলেন, আগামী রোববার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হবে।
শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাসমত উল্লাহ জানান, শ্রমিকরা প্রথমে ভুল বুঝে রাস্তা অবরোধ করেন। পরে তাদের বিষয়টি বোঝানোর পর রাস্তা থেকে সরে যান।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।