আফগানিস্তানকে ৩১৬ রানের টার্গেট দিলো দ. আফ্রিকা
Published: 21st, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
চলমান চ্যাম্পিয়নস ট্রফির বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানদের ৩১৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ১১ বলে ১১ রান করে শুরুতে সাজঘরে ফেরেন ওপেনার টনি ডে জর্জি। তবে বাভুমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার রায়ান রিকেলটন।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৮ বলে ফিফটি তুলে নেন রিকেটলটন। তাকে সঙ্গ দিয়েন ৬৩ বলে ফিফটি তুলে নেন বাফুমাও। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৭৬ বলে ৫৮ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।
এরপর রিকেলটনকে সঙ্গ দেন ভ্যান ডার ডুসেন। মাথা ঠান্ডা রেখে ১০১ বলে সেঞ্চুরি তুলে নেন এই প্রোটিয়া ওপেনার। তবে পাঁচ বল পরেই সাজঘরে ফেরেন তিনি। ব্যাট চালাতে থাকেন ডুসেনও। ৪৬ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনি।
তার আউটের পর পিচে এসে সুবিধা করতে পারেননি ডেভিড মিলার। ১৮ বলে ১৪ রান করে আউট হন এই মারকুটে ব্যাটার। এরপর মার্কো ইয়ানসেন ডাক হলেও এক প্রান্ত আগলে ব্যাট চালাতে থাকেন এইডেন মারক্রাম।
৩৩ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত মুল্ডারের ৬ বলের ১২ রান এবং মারক্রামের ৩৬ বলের অপরাজিত ৫২ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। এ ছাড়াও ফজল হক ফারুকী, আজমতুল্লাহ ওমারজাই ও নুর আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: আফগ ন
এছাড়াও পড়ুন:
সায়েমের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ে শুরু
জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।
অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব্যাটে। এ সময়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।
এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২), গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন