ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া অনির্দিষ্টকাল স্থগিত করেছে ইসরায়েল। এই ঘটনাকে যুদ্ধবিরতি প্রক্রিয়া বাস্তবায়নে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর ৬২০ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।

ইসরায়েলের এই সিদ্ধান্তকে নেতানিয়াহুর নোংরা খেলা হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে থাকা সব জিম্মি হস্তান্তরের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বিত হবে। একই সঙ্গে হামাসের জিম্মি হস্তান্তর অনুষ্ঠানকে তিনি ‘অবমাননাকর’ অভিহিত করেছেন। সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, গাজায় যুদ্ধ পুনরায় শুরু করতে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত। আলোচনার মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে যুদ্ধের লক্ষ্য আমরা পূরণ করবই। 

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির মিডল ইস্টার্ন স্টাডিজের পরিচালক স্টিফেন জুনেস আলজাজিরাকে বলেন, বন্দি মুক্তি নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্ত খুবই বিরক্তিকর। এটা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্টত লঙ্ঘন। হামাসের হাতে থাকা এক মায়ের লাশ ফেরত নিয়ে ইসরায়েল নতুন করে উত্তেজিত হয়ে ওঠে। ওই মায়ের নাম শিরি বিবাস। তাঁর লাশ ভেবে হামাস অন্য একটি লাশ হস্তান্তর করে। এতে ক্ষুব্ধ হন নেতানিয়াহু। তবে হামাস দুঃখ প্রকাশ করে জানায়, ভুলবশত অন্য লাশ পাঠানো হয়েছে।

আগামী ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের সময়সীমা শেষ হবে। গত ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। রয়টার্স জানায়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা কারামুক্ত স্বজনের অপেক্ষায় ছিলেন। কিন্তু ইসরায়েলের আচরণে তারা চরম ক্ষুব্ধ ও হতাশ। বন্দিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্বজনের মুক্তির আনন্দ শোকে পরিণত হয়েছে। ফিলিস্তিনি বন্দির স্বজন আবু আলিয়া বলেন, স্বজন মুক্তি পাবে, এজন্য শিশুদের নিয়ে এসেছি। সারাদিন তারা ঠান্ডা ও বৃষ্টির মধ্যে অপেক্ষা করেছে। এই অবমাননা অত্যন্ত ভারী। এক ঘণ্টা অপেক্ষা এক দিনের সমান। ইসরায়েলের এই আচরণ হৃদয়কে আঘাত করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে জিম্মি ইসরায়েলিদের ৬২ জন এখনও মুক্তি পায়নি। তাদের অর্ধেক মৃত বলে ধারণা করা হচ্ছে। 

আলজাজিরা জানায়, পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবির থেকে ৪০ হাজার ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে। শিবিরগুলোতে জাতিসংঘের কার্যক্রমও বন্ধ করে দিয়ে সেখানে সামরিক ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, স্থানচ্যুত বাসিন্দারা শিবিরে ফিরতে পারবে না। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৮ হাজার ৩১৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১১ হাজার ৭৪৯ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।   

অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর জানাজায় গতকাল হাজার হাজার মানুষ অংশ নেয়। গত সেপ্টেম্বরে রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। হিজবুল্লাহর বর্তমান নেতা নাইম কাসেম এক ঘোষণায় বলেন, হিজবুল্লাহ সর্বদা নাসরাল্লাহর পথ অনুসরণ করবে। এর আগে মারাইস এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল র স বজন

এছাড়াও পড়ুন:

টিনএজ সিনড্রোম: ভবিষ্যৎ প্রজন্মের এক নীরব সংকট

এক সময় ছিল, যখন সন্তানের আবেগ, দুষ্টুমি বা হঠাৎ রাগ দেখে বাবা-মা মুচকি হেসে বলতেন—“বয়স হয়েছে, ঠিক হয়ে যাবে।” কিন্তু আজ, সেই দুষ্টুমি পরিণত হয়েছে এমন আচরণে, যা অনেক সময় বাবা-মা পর্যন্ত চেনেন না। সন্তান চোখে চোখ রাখে না, ঘরের দরজা বন্ধ করে দেয়, কথা বললে রাগে ফেটে পড়ে। এই চিত্র এখন বিশ্বব্যাপী। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন—আমরা এক ‘Adolescent Syndrome’ বা ‘Teenage Behavioral Crisis’-এর মুখোমুখি, যা বিশেষ করে মেয়েদের মধ্যে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।

আচরণগত বিপর্যয়ের পেছনে বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, টিনএজ সিনড্রোমের প্রধান কারণ তিনটি:

হরমোনের দোলাচল: ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের ওঠানামা টিনএজারদের আচরণে গভীর প্রভাব ফেলে। মেয়েদের ক্ষেত্রে এই হরমোনাল পরিবর্তন দীর্ঘস্থায়ী ও সংবেদনশীল হয়ে ওঠে, যা আচরণে অতিরিক্ত আবেগ ও বিদ্রোহের জন্ম দেয়।

মস্তিষ্কের অসম্পূর্ণ বিকাশ: ১৩-১৯ বছর বয়সে মস্তিষ্কের যুক্তিবোধ ও নিয়ন্ত্রণ-সম্পর্কিত অংশ (prefrontal cortex) এখনও গঠনের পর্যায়ে থাকে। ফলে তারা আবেগে সিদ্ধান্ত নেয়, ঝুঁকি নেয়, এবং কখন কী বলতে হবে—তা বোঝে না।

প্রযুক্তির নীরব আগ্রাসন: TikTok, Instagram, Snapchat—এসব প্ল্যাটফর্মে মেয়েরা দিনে গড়ে ৬–৮ ঘণ্টা সময় কাটায়। সোশ্যাল মিডিয়ার ভুয়া সৌন্দর্য ধারণা, জনপ্রিয়তার চাপ, ফিল্টার সংস্কৃতি তাদের আত্মপরিচয়কে বিকৃত করে তুলছে।

কেন বেশি দেখা যায় মেয়েদের মধ্যে?

Emotional Sensitivity: মেয়েরা আত্মপরিচয় ও আত্মমূল্যায়নে বেশি স্পর্শকাতর।
Beauty Pressure: সোশ্যাল মিডিয়ায় নারীদের শরীর, ত্বক, স্টাইল—সবকিছু নিয়েই এক অনিয়ন্ত্রিত চাপ কাজ করে।
Hormonal Impact: মাসিক চক্র ও হরমোন ওঠানামা তাদের মুড, আবেগ ও আচরণে ব্যাপক প্রভাব ফেলে।

বাবা-মা কি আগের তুলনায় বেশি সমস্যায়?

হ্যাঁ, এবং এর পেছনে রয়েছে পরিবারে সংলাপের ঘাটতি। অনলাইন ইনফ্লুয়েন্সারদের আধিপত্য। পিতামাতার নিজের মানসিক চাপ। বিকৃত প্রতিযোগিতামূলক সমাজব্যবস্থা। আজ অনেক অভিভাবক জানেন না—কীভাবে সন্তানের কাছে পৌঁছাতে হয়। তারা নিজেরাই কর্মব্যস্ত, ক্লান্ত, মানসিকভাবে নিঃশেষ।

বিশ্বের অবস্থা কী বলছে?

জাপানে টিনএজ আত্মহত্যার হার সর্বোচ্চ পর্যায়ে। সুইডেনে, গত ১০ বছরে কিশোরীদের বিষণ্ণতা বেড়েছে ৪৭%। যুক্তরাষ্ট্রে, CDC বলছে—“Teenage girls are experiencing record levels of sadness, violence, and suicidal thoughts.” বাংলাদেশে, শহরাঞ্চলে স্কুলগামী কিশোরীদের মধ্যে বিষণ্ণতা বেড়েছে প্রায় ৫০% (মনোরোগ ইনস্টিটিউট, ২০২৩)।

তাহলে বাবা-মা কী করবেন?

শুনুন, শাসন নয় – সন্তানকে সময় দিন, তার কথার পেছনে আবেগ বুঝুন।
প্রযুক্তির নিয়ন্ত্রণ করুন – নিজেরাও মডেল হোন প্রযুক্তি ব্যবহারে।
কাউন্সেলিংয়ে ভীতি নয় – প্রয়োজনে পেশাদার সহায়তা নিন।
নিজের মানসিক স্বাস্থ্যও রক্ষা করুন – সন্তানকে বোঝাতে গেলে নিজের ভেতরে শান্তি থাকা জরুরি।

একটি প্রজন্ম যেন না হারিয়ে যায়। এই সংকট নিছক পারিবারিক নয়—এটি এক সামাজিক দায়। টিনএজারদের অভ্যন্তরীণ যন্ত্রণা বোঝা না গেলে, আমরা এক ‘চুপ করে থাকা বিষণ্ণ প্রজন্ম’ হারিয়ে ফেলব। সন্তান যখন বিদ্রোহ করে, সে আসলে জানিয়ে দেয়— ‘আমি ভালোবাসা চাই, বোঝার মানুষ চাই।’ আমাদের দায়িত্ব তাদের ভাষা বুঝে নেওয়া।

তারা//

সম্পর্কিত নিবন্ধ

  • থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি
  • থানায় হয়রানিমুক্ত সেবা দেওয়ার আহ্বান আইজিপির
  • ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে উড়োজাহাজে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক
  • শিক্ষার গতিপথ ও উন্নয়ন নিয়ে ঢাবিতে সেমিনার
  • শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা 
  • ‘আমি কী অপরাধ করেছি’— সবাই জানেন শিরোনামটা...
  • নারীদের নিয়ে বারে ‘অগ্রহণযোগ্য’ আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
  • অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
  • টিনএজ সিনড্রোম: ভবিষ্যৎ প্রজন্মের এক নীরব সংকট