নতুন এআই মডেল আনছে ডিপসিক, যে সুবিধা পাওয়া যাবে
Published: 28th, February 2025 GMT
গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে চীনে তৈরি এআই চ্যাটবটটি। এবার নিজেদের চ্যাটবটকে আরও শক্তিশালী করতে ‘আর টু’ নামের নতুন এআই মডেল আনতে যাচ্ছে ডিপসিক।
ডিপসিকের তথ্য মতে, ‘আর টু’ মডেলটি বর্তমানে ডিপসিক চ্যাটবটে ব্যবহৃত ‘আর ওয়ান’ মডেলের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর। এর ফলে মডেলটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় উন্নতমানের কোডিং লেখা যাবে। শুধু তাই নয়, ইংরেজির পাশাপাশি অন্য ভাষাতেও উত্তর জানাতে পারবে চ্যাটবটটি। এর ফলে আগের মডেলের তুলনায় ডিপসিকের কার্যকারিতা আরও বাড়বে।
আরও পড়ুনচীনের ডিপসিক এআই মডেল নিয়ে কেন এত আলোচনা২৮ জানুয়ারি ২০২৫প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলটি উন্মুক্ত হলে ডিপিসিক চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ডিপসিক এখনো আনুষ্ঠানিকভাবে এআই মডেলটি উন্মোচনের তারিখ ঘোষণা না করলেও প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মে মাসের আগেই মডেলটি বাজারে আসতে পারে।
আরও পড়ুনডিপসিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন এআই মডেল আনল ওপেনএআই০৩ ফেব্রুয়ারি ২০২৫প্রসঙ্গত, ডিপসিকের বর্তমান মডেল ‘আর ওয়ান’ ইতিমধ্যেই এআই খাতে আলোড়ন তুলেছে। তুলনামূলক কম শক্তিশালী এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও মডেলটি বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল এআই মডেলের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে। এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান জেনসারের প্রধান পরিচালন কর্মকর্তা বিজয়সিমহা আলিলুঘট্টা বলেন, ‘ডিপসিকের আর টু মডেলের আগমনে বৈশ্বিক এআই খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এ ধরনের সাশ্রয়ী ও উচ্চমানের এআই মডেল প্রযুক্তি খাতে আরও প্রতিযোগিতা তৈরি করবে এবং এআই শিল্পে কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব কমাবে।’
সূত্র: রয়টার্স
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির শ্রমিক সমাবেশ শুরু
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।
এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন।
দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি।
সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।
সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।
টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।
ঢাকা/এএএম/ইভা