মেক্সিকোর অপরাধ জগতের শীর্ষ কয়েক ব্যক্তিসহ ২৯ মাদক কারবারিকে বৃহস্পতিবার প্রত্যর্পণ করা হয়েছে। এসব কারবারির মধ্যে বয়স্ক কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা কয়েক দশক ধরে কোকেন ও হেরোইন পাচারের আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। মাদক কারবারি চক্রে জড়িত কিছু তরুণকেও প্রত্যর্পণ করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে ফেন্টানিলের মতো ভয়ানক মাদক যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে।

হঠাৎ যুক্তরাষ্ট্রের হাতে মেক্সিকো কর্তৃপক্ষের একসঙ্গে এত বেশি মাদক কারবারিকে তুলে দেওয়াটা কিছুটা বিস্ময়কর। তবে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে সর্বাত্মক শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর উত্তর আমেরিকার দেশটির এই সিদ্ধান্তের কারণ অনুমান করা যায়। আগামী ৪ মার্চ থেকে মেক্সিকোর ওপর শুল্ক কার্যকর হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকার ঘোষণা দেওয়ার আগেই এত বেশি মাদক কারবারি প্রত্যর্পণের খবরটি সবার আগে প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। পরে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এক বিবৃতিতে মেক্সিকোর ২৯ আসামিকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেন।

যেসব মাদক কারবারিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে, তাঁদের অন্তত দুজনকে শুক্রবার ব্রুকলিন ফেডারেল আদালত ওঠানোর কথা রয়েছে। এই দুই ব্যক্তির একজন রাফায়েল ক্যারো কুইন্টেরো। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের একজন মাদকবিরোধী এজেন্ট হত্যার জন্য যাঁদের দায়ী করা হয়, রাফায়েল তাঁদের মধে৵ একজন।  

আরও যেসব ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে, তাঁদের আরেকজন হলেন আন্তোনিও ওসেগুয়েরা সার্ভান্তেস। তিনি মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসের ভাই। নেমেসিও প্রভাবশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নেতা।

এল মেনচো নামে পরিচিত নেমেসিও সম্পর্কে তথ্য দিতে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

সিজেএনজির পাশাপাশি সিনালোয়া কার্টেলকেও প্রভাবশালী মাদক কারবারি গ্যাং মনে করে ওয়াশিংটন। ফেন্টানিল সহজলভ্য হওয়ার সঙ্গে এই চক্র জড়িত বলে মনে করে যুক্তরাষ্ট্র।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ৬৫ জন সন্দেহভাজন অপরাধীকে প্রত্যর্পণ করেছে মেক্সিকো।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু