UNDP-DUDS দুর্নীতি বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘বুটেক্সডিসি বুনন’। ফাইনাল বিতর্কটি গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সামরিক জাদুঘরে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যৌথ আয়জনে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতি বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’। যেখানে ৩২টি দল অংশ নেয়। বিতার্কিকগণ প্রতিযোগিতাটিতে মূলত দুর্নীতিবিরোধী, স্বচ্ছতা এবং শাসন বিষয়ে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের বিষয় তুলে ধরেন। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দিনের বিতর্ক অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছয় রাউন্ড বিতর্ক শেষে সেমিফাইনালে অংশ নেওয়া চারটি দল ছিল বিইউপি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বুটেক্সডিসি বুনন। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরদিন ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সামরিক জাদুঘরে। ফাইনালে ‘এই সংসদ দুদকের  জন্য আলাদা বিশেষ একটি টার্স্কফোর্স গঠন করবে’ মোশনের পক্ষে যুক্তি প্রদর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দল হিসেবে বিতর্ক করে বুটেক্সডিসি বুনন। বুটেক্সডিসি বুনননের হয়ে বিতর্কে অংশগ্রহণ করে মো.

তামজিদুর রহমান, এস এম আলভী সালমান এবং আশেক এ রহমান। ফাইনাল বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বুটেক্সডিসি বুননের বক্তা এস এম আলভী সালমান। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা ও বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট এস এম আলভী সালমান নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, সবচেয়ে দারুণ অভিজ্ঞতা হলো রেজাল্ট এনাউন্সমেন্টের মুহূর্ত। যখন বড় একটা আয়োজনের মঞ্চে, বড় পরিচয়ের একজন প্রধান অতিথি আমার বিশ্ববিদ্যালয়ের নামটি উচ্চারণ করেন তা একই সঙ্গে আমার কাছে আনন্দ ও গর্বের বিষয়। বুটেক্সডিসি জাতীয় পর্যায়ে বুটেক্সের প্রতিনিধিত্ব করতে পেরেছে যা সবসময়ই আমাদের প্রধান লক্ষ্য থাকে। নিজেদের এমন অর্জন সম্পর্কে বুটেক্স ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তামজিদুর রহমান বলেন, বুটেক্সডিসি বরাবরই জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনে নিজেদের অসামান্য উপস্থিতি নিশ্চিত করে আসছে। আমাদের বিতার্কিকরা শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়, বরং নতুন নতুন চিন্তাধারার প্রসার, নীতিনির্ধারণী পর্যায়ে বিতর্কের ভূমিকা এবং যৌক্তিকতার চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমরা বুটেক্সের নাম দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের সঙ্গে তুলে ধরতে পেরেছি। বুটেক্সডিসি বুননের আরেকজন সদস্য আশেক এ রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বুটেক্সডিসির মতো ঐতিহ্যবাহী ও সমৃদ্ধিশালী ক্লাবকে প্রতিনিধিত্ব করা সত্যিই অত্যন্ত গর্বের বিষয়। এই ক্লাবের একটি অংশ হিসেবে কাজ করতে পারা, বিশেষ করে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবের সুনাম বৃদ্ধি করার সুযোগ পাওয়া আমাদের জন্য বিশাল সম্মানের বিষয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. সায়মা হক বিদিশা। 

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ত ফ ইন ল রহম ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) সেই চিঠি দেওয়া হয়েছে কলকাতার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।

আর মাত্র ২ মাসের কম সময় বাকি দুর্গোৎসবের। আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এরপর ভারতজুড়ে কালীপূজা, দীপাবলি ইত্যাদি। এই উপলক্ষে গত কয়েক বছর ধরে পূজা মৌসুমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার। যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না। 

গত বছর পূজা মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ইলিশ এসেছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, “অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে, ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয়।” 

আরো পড়ুন:

সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

এরপরই লেখা হয়েছে, “দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।” 

তবে প্রতিবছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ কোটা রপ্তানি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর (২০২৩) ৩ হাজার ৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪ হাজার ৬০০ মেট্রিক টনের মধ্যে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছি।” 

এই সমস্যার কারণ হিসেবে রপ্তানির জন্য বেঁধে দেওয়া সময়সীমাকে দায়ী করা হয়েছে। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।” 

চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরো শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত