বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি লুটের ঘটনায় বিআইডবিøউটিএ’র মামলা
Published: 5th, March 2025 GMT
বন্দরে শীতলক্ষ্যা নদী তটের মাটি লুটের ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ( বিআইডবিøউটিএ)। বুধবার নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি সমন্বয় কর্মকর্তা মোঃ রমিজউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ১০(৩)২৫।
মোঃ রমিজউদ্দিন জানান, বন্দরের বক্তারকান্দি, দেউলী চৌরাপাড়া এলাকায় প্রতিদিন গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এস্কাভেটর ও ট্রাক দিয়ে সরকারের অনুমোদন ব্যতিত অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর তীরভুমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীর। শীতলক্ষ্যা নদী পাড়ের মাটি চুরি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের পক্ষে তিনি মামলাটি করেন বলে জানান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।###
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: শ তলক ষ য ন র য়ণগঞ জ শ তলক ষ য
এছাড়াও পড়ুন:
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।
জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।
দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।