অটোরিকশায় যাচ্ছিল কোচিংয়ে, বাসচাপায় চালক ও দুই ভাই-বোন নিহত, অন্য শিক্ষার্থী আহত
Published: 13th, March 2025 GMT
অটোরিকশায় যাচ্ছিল কোচিংয়ে, বাসচাপায় চালক ও দুই ভাই-বোন নিহত, অন্য শিক্ষার্থী আহত
 নুসরাত/২০০৭৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় দুই স্কুলশিক্ষার্থী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে এ ঘটনা ঘটে। 
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বেলা সাড়ে ১১টা পর্যন্ত দোহাজারীতে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের জসিম উদ্দিনের দুই সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওকারউদ্দিন (১২) ও ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা (১৫) ও জামিজুরী গ্রামের অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ সময় তুসিন (১৫) নামের আরেক শিক্ষার্থী আহত হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে রুহুল আমিনের অটোরিকশায় বাড়ি থেকে কোচিংয়ে যাচ্ছিল তিন শিক্ষার্থী। এ সময় চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের যাত্রীবাহী চেয়ারকোচ অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ওকারউদ্দিন ও রুহুল আমিন। গুরুতর আহত উম্মে হাবিবাকে প্রথমে দোহাজারী হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, বাসচাপায় ঘটনাস্থলে দুজন নিহত ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়িয়েছে। তাতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন এখন মাসিক ১ লাখ ৬০ হাজার টাকা।
আগে তারা বেতন পেতেন মাসিক ১ লাখ ২০ হাজার টাকা। ৪০ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। গতকাল মিরপুরে বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চারটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন দেয়া হয়। নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। তারা সর্বোচ্চ টাকা বেতন পাবেন।
দ্বিতীয় সারিতে আছে ‘বি’ ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ টাকা করে বেতন পেতেন। এখন পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।
এছাড়া, জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। পহেলা জুলাই থেকে নতুন বেতনের স্কেল কার্যকর হয়েছে।
সিরিজ কিংবা বৈশ্বিক বা মহাদেশীয় আসরে চুক্তির বাইরে থেকে যেসব ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন তারা ওই মাসের বেতন বাবদ ৬০ হাজার টাকা করে পাবেন।
এছাড়া, ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং টু্যর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে উন্নিত করা হয়েছে।
ঢাকা/ইয়াসিন