জেমিনি চ্যাটবটে যুক্ত হলো ক্যানভাস ও অডিও ওভারভিউ সুবিধা
Published: 20th, March 2025 GMT
নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ নামের দুটি সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও সহজে গবেষণা, কনটেন্ট ও সফটওয়্যার তৈরিসহ দলগতভাবে বিভিন্ন কাজ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমরা আজকে জেমিনি অ্যাপে “ক্যানভাস” ও “অডিও ওভারভিউ” সুবিধা চালু করছি। অডিও ওভারভিউর মাধ্যমে নথি, স্লাইড ও গবেষণা প্রতিবেদনকে পডকাস্টের মতো করে শোনার সুবিধা মিলবে। আর ক্যানভাসের সাহায্যে দ্রুত প্রোটোটাইপ তৈরি করা যাবে। জেমিনিতে রিয়েল টাইমে সম্পাদনার সুযোগ পাওয়া যাবে।’
আরও পড়ুনজিমেইলে জেমিনি চ্যাটবটের কার্যক্রম বন্ধ করবেন যেভাবে০৬ ফেব্রুয়ারি ২০২৫গুগলের তথ্যমতে, ক্যানভাস সুবিধাটি মূলত লেখালেখি ও প্রোগ্রামের কোড লেখার কাজ সহজ করতে তৈরি করা হয়েছে। এটি একটি ইন্টার–অ্যাকটিভ টুল, যেখানে ব্যবহারকারীরা রিয়েল টাইমে নথি বা কোড লিখতে, সম্পাদনা করতে ও দ্রুত খসড়া তৈরি করতে পারবেন। গুগল ডকুমেন্টসে এক্সপোর্ট করার সুবিধা থাকায় এটি দলগত কাজ ও শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।
আরও পড়ুনস্মার্টফোন লক থাকলেও মুখের কথায় ফোনকল করে দেবে জেমিনি চ্যাটবট, বার্তাও পাঠাবে১০ জানুয়ারি ২০২৫অডিও ওভারভিউ সুবিধাটি নথি, স্লাইড ও গবেষণা প্রতিবেদনকে পডকাস্টের মতো অডিও কনটেন্টে রূপান্তর করতে পারে। এই সুবিধা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট ফাইল আপলোড করতে হবে। এরপর জেমিনি সেই ফাইলের সারসংক্ষেপ তৈরি করে একটি অডিও ওভারভিউ দেবে, যা ব্যবহারকারীরা চলতি পথে শুনতে পারবেন। প্রাথমিকভাবে অডিও ওভারভিউ সুবিধাটি শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ