এআই প্রযুক্তি কি মানুষকে নিয়ন্ত্রণ করবে
Published: 20th, March 2025 GMT
কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতার বিভিন্ন ঝলক দেখা যাচ্ছে। আর তাই এ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। এআই প্রযুক্তি বিভিন্ন কাজ করার সক্ষমতা অর্জন করার মাধ্যমে ভবিষ্যতে মানুষের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। কারও আবার ধারণা, ভবিষ্যতে এআই মানুষের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। তবে এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মানুষই এআই নিয়ন্ত্রণ করবে। সুপার ইন্টেলিজেন্স আসছে, তবে তা মানুষকে প্রতিস্থাপন করবে না আপাতত।
সম্প্রতি অনুষ্ঠিত এনভিডিয়ার জিটিসি সম্মেলনে লেকুন বলেন, ‘এআই মানুষকে প্রতিস্থাপন করছে না। আমি মনে করি না এআই মানুষের বিরুদ্ধে চলে যাবে। সুপার ইন্টেলিজেন্সসহ ভবিষ্যতের এআই সিস্টেমের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। আমরা এআইয়ের নিয়ন্ত্রক হতে যাচ্ছি। আমাদের জন্য সুপার ইন্টেলিজেন্স মানুষের মতোই কর্মী হিসেবে কাজ করবে। এই প্রযুক্তি আমাদের জন্যই কাজ করবে।’
আরও পড়ুনএআই প্রযুক্তি দিয়ে প্রতারণা বাড়ছে জিমেইলে, নিরাপদ থাকবেন যেভাবে১৯ ফেব্রুয়ারি ২০২৫গত কয়েক বছর ধরেই ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের ইলন মাস্কসহ অনেক প্রযুক্তিবিদ এআইয়ের কারণে সুপার ইন্টেলিজেন্সের আবির্ভাবের কথা বলছেন। তাঁদের মতে, মানুষের চেয়ে শক্তিশালী একটি এআই সিস্টেম যেকোনো সময় আবির্ভূত হতে পারে। এতে নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের যেমন সম্ভাবনা আছে, তেমনি মানুষের বিলুপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
সূত্র: বিজনেস ইনসাইডার
আরও পড়ুনঅফিসে কর্তা হিসেবে কে ভালো, মানুষ না এআই?০১ সেপ্টেম্বর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র ইন ট ল জ ন স
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা