যথাসম্ভব তাড়াতাড়ি কাজা আদায় করা মুস্তাহাব। কেননা এর দায় তার ওপর রয়ে গেছে। যতদিনের রোজা রাখা হয়নি, সে কয়দিন টানা কাজা আদায় করা মুস্তাহাব। কেননা যা কাজা হয়, তা মূল রোজারই স্থলাভিষিক্ত। যদি সঙ্গে সঙ্গে কাজা আদায় করার সুযোগ না থাকে, তাহলে অন্তত কাজা করার প্রবল ইচ্ছা পোষণ করতে হবে।
বিলম্ব করে কাজা আদায় করাও বৈধ। অনুরূপভাবে বিরতি দিয়েও রোজা কাজা করা জায়েজ।
কিন্তু যদি শাবান মাসের মাত্র এমন কয়েকদিন বাকি থাকে, যে কয়দিনের রোজা তার কাজা হয়েছে, এরপরই যেহেতু পুনরায় পরবর্তী রমজান এসে যাবে, তাই তখন সর্বসম্মতিক্রমে তার ওপর ধারাবাহিকতা রক্ষা করে কাজা আদায় করা অপরিহার্য হবে। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া পরবর্তী রমজানের পর পর্যন্ত কাজা রোজা পিছিয়ে দেওয়া বৈধ হবে না।
আরও পড়ুনরমজানে অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করবেন২৩ মার্চ ২০২৫সুতরাং যদি গ্রহণযোগ্য কারণে সে-সময় কাজা আদায় করতে সক্ষম না হয় তাহলে রমজানের শুধু কাজা আদায় করলেই হবে। কিন্তু এমনি দেরি করা হয়, তাহলে কাজাসহ প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে ‘ফিদয়া’ দিতে হবে। অর্থাৎ, প্রতিদিনের জন্য একজন অভাবীকে খাবার দিতে হবে।
যদি কাজা আদায় না করা অবস্থায় পরবর্তী রমজান মাস এসেই যায়, তাহলে প্রথমে রমজানের রোজা পালন করবে এবং পরে কাজা আদায় করেতে হবে।
(বুখারি, হাদিস: ১৯৫০; মুসলিম, হাদিস: ১১৪৬)
আরও পড়ুনরমজানে তাপমাত্রা বৃদ্ধি পেলে মাথায় পানি দিন২৩ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রমজ ন
এছাড়াও পড়ুন:
বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষা/বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা হলেন
* চিকিৎসা কর্মকর্তা: ১ জন; হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৪ জন; সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১৪ জন; সহকারী রসায়নবিদ: ২ জন; সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৯ জন; সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮ জন; সহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন; সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১৩ জন; সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ৩ জন; সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৮ জন; সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১০ জন; উপসহকারী রসায়নবিদ: ২৯ জন; উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ২ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৫ জন; উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৬ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন।
নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তী সময় নিয়োগপত্র ইস্যু করা হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীকালে বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিসিআইসির ফলাফল দেখুন এখানে