মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
Published: 1st, April 2025 GMT
মিয়ানমারের সামরিক জান্তার তথ্যমতে, শুক্রবারের ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই মারা গেছেন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। ওই শহরে বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে।
৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের সাগাইং ও মান্দালয় শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু জান্তাশাসিত মিয়ানমারে হালনাগাদ তথ্য পাওয়ার গতি খুবই ধীর।
মিয়ানমার–থাইল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের মানুষ বলছেন, বাড়িঘরে ফিরতে তাঁরা ভয় পাচ্ছেন। কারণ, সেখানে বিদ্যুৎ নেই, পানি নেই। শৌচকাজ সারানোর মতো কোনো অবস্থা নেই।
বিবিসির সংবাদদাতা বলেন, তিনি মান্দালয়ে রয়েছেন। তাঁদের একটি দল গত রাতে এখানে এসেছেন। বিবিসির দলটি যেদিন মান্দালয়ে আসার পরিকল্পনা করেছিল, তার পুরো এক দিন পর তাঁরা সেখানে পৌঁছাতে পেরেছেন।
বিবিসির ওই সংবাদদাতা আরও বলেন, ‘যখন আমরা শহরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তখন পুরো শহর অন্ধকারে ঢাকা পড়েছিল। এখানে বিদ্যুৎ নেই, খাওয়ার পানি নেই এবং আমরা এমনকি কোনো শৌচাগার খুঁজে পাইনি।
মান্দালয় যাওয়ার আগে তাঁরা কোনো হোটল কক্ষ ‘বুক’ করতে পারেননি। তাই তাঁরা গাড়িতেই ঘুমানোর পরিকল্পনা করেছিলেন। যদিও সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজির পর তাঁরা একটি হোটেল পেয়ে যান। কিন্তু সেখানে কোনো খাবার ছিল না, তাই তাঁরা অন্য কোথাও চেষ্টা করেন। অল্প কয়েকটি দোকান খোলা থাকলেও সেগুলোর সমানে মানুষের লম্বা লাইন ছিল এবং প্রচুর হাউকাউ হচ্ছিল। সেখানে কোনো ইন্টারনেটও ছিল না।
শেষ রাতের দিকে বড় ধরনের পরাঘাতে মান্দালয় আবার কেঁপে ওঠে। বিবিসির দলটি হোটেলে অবস্থান করা নিরাপদ মনে করেনি। তাই তাঁরা কাছের একটি উপাসনালয়ে আশ্রয় নেন। সকালের আলোয় তাঁরা দেখতে পান পুরো মান্দালয় ধ্বংসের নগরী হয়ে আছে।
আরও পড়ুনমিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা ১৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব